বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস

রেল বাজেট পেশের দিনেই দুর্ঘটনার মুখে পড়ল দুরন্ত এক্সপ্রেস। দিল্লি-হাওড়া ডাউন দুরন্ত এক্সপ্রেস বড় দুর্ঘটনা এড়াল। বরাকর ব্রিজ পেরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। দুরন্ত এক্সপ্রেসটির এয়ার প্রেসার পাইপ খুলে গিয়েছে। এতে একটা কামরার সঙ্গে অন্য কামরার সংঘর্ষ লেগে যেতে পারত। দুর্ঘটনায় ২জন আহত হয়েছেন।

Updated By: Feb 12, 2014, 10:06 AM IST

রেল বাজেটের দিন বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন দুরন্ত এক্সপ্রেস। আজ দিল্লি থেকে হাওড়া আসার পথে, আসানসোলের বরাকরে ডাউন দুরন্তর একাধিক কামরার এয়ার প্রেশার পাইপ খুলে যায়।

বরাকর নদীর ব্রিজ পেরনোর পর ওই দুর্ঘটনা ঘটে। সাধারণত, এয়ার প্রেশার পাইপ খুলে গেলে, ট্রেনের কামরার মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ফলে কয়েকজন যাত্রী অল্পবিস্তর আঘাত পেলেও, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ডাউন দুরন্ত। তদন্ত শুরু করেছে রেল।

রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌছেছেন। জোরে ব্রেক কষার জন্য, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডাউন দুরন্তকে বরাকর স্টেশনে দাঁড় করিয়ে মেরামতির কাজ শুরু হয়।

গতকাল, হাওড়া স্টেশনে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেসে আগুন। গতকাল বেলা ৪টে ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল ওই ট্রেনের। হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটি। যাত্রীরা উঠেও পড়েছিলেন ট্রেনের কামরায়।

হঠাত্‍ই ইঞ্জিনের ঠিক পিছনের কামরায় আগুন দেখতে পান যাত্রীরা। গোটা কামরা ধোঁয়ায় ভরে যায়। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এই ঘটনার জেরে প্ল্যাটফর্ম জুড়ে আতঙ্ক ছড়ায়।

.