ছাত্রের আঘাতে শিক্ষিকার মৃত্যু

শিক্ষক-শিক্ষিকার মারে বহুবার আহত হয়েছে ছাত্র-ছাত্রী। কিন্তু এবার ছাত্রের আঘাতে মৃত্যু হল এক শিক্ষিকার। চেন্নাইয়ের সেন্ট মেরী অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রের আঘাতে মৃত্যু হল ঐ স্কুলের এক শিক্ষিকা উমা মহেশ্বরীর।

Updated By: Feb 9, 2012, 05:05 PM IST

শিক্ষক-শিক্ষিকার মারে বহুবার আহত হয়েছে ছাত্র-ছাত্রী। কিন্তু এবার ছাত্রের আঘাতে মৃত্যু হল এক শিক্ষিকার। চেন্নাইয়ের সেন্ট মেরী অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রের আঘাতে মৃত্যু হল ঐ স্কুলের এক শিক্ষিকা উমা মহেশ্বরীর।
পুলিসের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে কঠোর আচরণের জন্যই মাসুল দিতে হয়েছে শিক্ষিকা উমা মহেশ্বরীকে। পুলিসি সূত্রে খবর, ছাত্রটি সম্পূর্ণ পরিকল্পনা করেই তাঁর ক্লাসে এসেছিল। শিক্ষিকাকে মারার জন্য তাঁর কাছে ধারালো অস্ত্রও ছিল। জানা গেছে, ছাত্রটির বিরুদ্ধে অভিযোগ থাকায় বহুবার তাঁর অভিভাবককে চিঠি দিয়েছিলেন এই শিক্ষিকা। সম্ভবত ক্ষোভের কারণেই ছাত্রটি পরিকল্পনা করে হত্যা করল তাঁকে। পুলিস এখনও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

.