গণপিটুনি রুখতে সংসদকে আইন তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

গণপিটুনিতে মৃত্যু ঘটনা রুখতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ওই ধরনের ঘটনা বন্ধ করতে সংসদকে নতুন আইন তৈরি করতে বলল শীর্ষ আদালত।

Updated By: Jul 17, 2018, 04:15 PM IST
গণপিটুনি রুখতে সংসদকে আইন তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: গণপিটুনিতে মৃত্যু ঘটনা রুখতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ওই ধরনের ঘটনা বন্ধ করতে সংসদকে নতুন আইন তৈরি করতে বলল শীর্ষ আদালত।

মঙ্গলবার একগুচ্ছ মামলার শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে একটি বেঞ্চ গণরোষে পিটিয়ে মারার ঘটনা রুখতে রাজ্য ও কেন্দ্র সরকারগুলিতে আরও সক্রিয় হতে বলল।

আরও পড়ুন-মোদীর কটাক্ষের জবাব দিল তৃণমূল

সুপ্রিম কোর্ট এদিন মন্তব্য করে, দেশের কোনও নাগরিকই আইন নিজের হাতে নিতে পারে না। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা ‌যায় না। সরকারকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। উন্মত্ত জনতা আইনের শাসন দখল নিতে পারে না।

আরও পড়ুন-নির্মাণ কোম্পানির দফতর থেকে উদ্ধার ১৬০ কোটি টাকা নগদ ও ১০০ কেজি সোনা

দেশে গো রক্ষকদের কা‌র্যকলাপ নিয়েও মন্তব্য করে শীর্ষ আদালত। বেঞ্চ মন্তব্য করে গো রক্ষকদের কা‌র্যকলাপ মেনে নেওয়া ‌যায় না। উল্লেখ্য, দেশে গো রক্ষকদের বাড়বাড়ন্ত নিয়ে জনস্বার্থ মামলা করেন কংগ্রেস নেতা তহসিন পুনাওয়ালা ও তুষার গান্ধী। সেই মামলার শুনানিতে ওই মন্তব্য করে শীর্ষ আদালত।

.