স্বস্তি দিল শিল্পোত্পাদন সূচক, অস্বস্তি বাড়াল মূল্যবৃদ্ধি
বাড়ল মূল্যবৃদ্ধি। স্বস্তি দিল শিল্পোত্পাদন সূচক।
Updated By: Jan 12, 2018, 07:36 PM IST
ওয়েব ডেস্ক: একই দিনে জোড়া খবর। একটা আনন্দের, অন্যটা শঙ্কার। ডিসেম্বরে মূল্যবৃদ্ধি দাঁড়াল ৫.২ শতাংশে। তা গত ১৭ মাসে সর্বোচ্চ। অন্যদিকে ব্যাপক বৃদ্ধি হয়েছে শিল্পোত্পাদন সূচকে। নভেম্বরে শিল্পসূচক ২ বছরে সর্বোচ্চ।
অক্টোবরে শিল্পোত্পাদন সূচক ছিল ২.২ শতাংশ। তা বে়ড়ে হয়েছে ৮.৪ শতাংশ। নভেম্বরে শিল্পোত্পাদন বেড়ে প্রায় ৪ গুণ। শিল্পসূচক স্বস্তির বার্তা দিলেও মূল্যবৃদ্ধি সঙ্কটবার্তা দিল। দুবছরে সর্বোচ্চস্তরে পৌঁছল মূল্যবৃদ্ধি। ২০১৬ সালে ডিসেম্বরে মূল্যবৃদ্ধি ছিল ৪.৯৬ শতাংশ।
আরও পড়ুন- রাজ্যসভায় আটকে বিল, তিন তালাক নিষিদ্ধ করতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র
গতমাসে রিজার্ভ ব্যাঙ্ক আশঙ্কাপ্রকাশ করেছিল, মূল্যবৃ্দ্ধি মাথাব্যাথার কারণ হতে পারে। ফলে রেপো রেট কমানোর পথে আবার অন্তরায় তৈরি হল ।