সোমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট; সফরের আগে ‘বাহুবলী’ ট্রাম্প, শেয়ার করলেন ভিডিয়ো

দেখে নিন সোম ও মঙ্গলবার ট্রাম্পের কর্মসূচি

Updated By: Feb 23, 2020, 05:06 PM IST
সোমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট; সফরের আগে ‘বাহুবলী’ ট্রাম্প, শেয়ার করলেন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: সোমবার ২ দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বেলা ১২টা নাগাদ তাঁর বিমান অবতরণ করবে আহমেদাবাদের সর্দার বল্লভভাই বিমানবন্দরে। সেখান থেকে তিনি চলে যাবেন নমস্তে ইন্ডিয়া অনুষ্ঠানে। মোতারায় থাকবেন বিশ্বের সর্ববৃহত্ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে।

আরও পড়ুন-৫ দিনের লড়াই শেষ, ঘুটিয়ারি শরিফে বিস্ফোরণে জখম শিশুর মৃত্যু হাসপাতালে

ট্রাম্পের আগমন উপলক্ষে এলাহি আয়োজন করেছে গুজরাট সরকার। আহমেদাবাদে ২২ কিলোমিটার পথে বিরাট রোড শো-র আয়োজন করা হয়েছে। এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানিয়েছেন, গোটা রাজ্যের মুখে এখন একটাই কথা ‘নমস্তে ট্রাম্প’।

এদিকে, ভারত সফরের আগের নিজেকে বাহুবলীর-র সঙ্গে তুলনা করে একটি ভিডিয়ো শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি ভিডিয়ো রি-টুইট করেছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন ট্রাম্প। ব্যাক গ্রাউন্ডে বাজছে ‘জিও রে বাহুবলী’ গান।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেকে। দুরন্ত গতিতে ছুটতেও দেখা যাচ্ছে ট্রাম্প ও মেলানিয়াকে। দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। শেষপর্যন্ত ভিডিয়োটি শেষ হচ্ছে একটি বার্তা দিয়ে-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ।

দেখে নিন সোম ও মঙ্গলবার ট্রাম্পের কর্মসূচি

২৪ ফেব্রুয়ারি

সোমবার বেলা ১২টা: আহমেদাবাদ বিমানবন্দরে নামবেন ট্রাম্প। তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে থেকে আহমেদাবাদে ২২ কিলোমিটার রোড শোতে যোগ দেবেন। যাবেন সবরমতী আশ্রমে।

বেলা ১২.৩০ : বল্লভভাই স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্টানে যোগ দেবেন।

বিকেল ৩.৩০: আগ্রার উদ্দেশ্য যাত্রা।

বিকেল ৫টা: ট্রাম্প ও মেলানিয়া ৪৫ মিনিট কাটাবেন তাজমহলে। সেখান থেকে ফিরবেন দিল্লি।

২৫ ফেব্রুয়ারি

সকাল ১০টা:  রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সকাল ১০.৪৫: রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন ট্রাম্প।

বেলা ১১.৩০: হায়দরাবাদ হাউসে মোদী-ট্রাম্প আলোচনা।

বিকেল ৩টে: ভারতের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ট্রাম্প।

সন্ধে ৮টা: রাষ্ট্রপতি ভবনে ডিনার।

রাত ১০টা: দিল্লি ছাড়বেন ট্রাম্প।

.