তামিলনাড়ু মন্ত্রিসভায় পাশাপাশি বসবেন স্ট্যালিন, গান্ধী এবং নেহরু
ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য পরিকল্পনা করা হয়ে গিয়েছে ডিএমকে নেতাদের।
নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর মন্ত্রিসভায় এবার থেকে পাশাপাশি থাকবেন স্ট্যালিন, গান্ধী এবং নেহরু। অবাক হচ্ছেন! না অবাক হওয়ার কিছু নেই। শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন (MK Stalin)। আর তাঁর মন্ত্রিসভার সদস্য হলেন আর গান্ধী এবং এন কে নেহরু। পদবি তিনটে পাশাপাশি ব্যবহার হলে, সত্যি মনে হতেই পারে তামামা দুনিয়ায় এও সম্ভব হল! জানা গিয়েছে, নগরোন্নয়ন মন্ত্রী হচ্ছেন কে এন নেহরু। আর রাজ্যের নতুন বস্ত্রমন্ত্রী হচ্ছেন আর গান্ধী।
Chennai: DMK Chief MK Stalin takes oath as the Chief Minister of Tamil Nadu.
He is being administered the oath by Governor Banwarilal Purohit pic.twitter.com/e8IZT1aNFz
— ANI (@ANI) May 7, 2021
দশ বছর পর তামিলনাড়ুর মানুষ মসনদে চেয়েছেন ডিএমকে-কে। এদিন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ালি পুরোহিত মুখ্যমন্ত্রীপদে মুথুভেল করুণানিধি স্ট্যালিনকে শুপথ পাঠ করান। ২০০৯ সালে তিনি প্রথমবার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এদিন স্ট্যালিনও জানিয়েছেন তার প্রথাম চ্যালেঞ্জ রাজ্য থেকে করোনাকে দূর করা। কারণ, দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুর অবস্থা সবচেয়ে কঠিন। ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য পরিকল্পনা করা হয়ে গিয়েছে ডিএমকে নেতাদের।