টুজি কেলেঙ্কারি: অর্থ তছরুপের দায়ে ইডির চার্জশিটে কানিমোঝি, এ রাজার সঙ্গে নাম করুণানিধি পত্নীরও

টুজি কেলেঙ্কারি মামলায় অর্থ তছরুপ করার দায়ে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার ও অনান্যদের বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

Updated By: Apr 25, 2014, 04:45 PM IST

টুজি কেলেঙ্কারি মামলায় অর্থ তছরুপ করার দায়ে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার ও অনান্যদের বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

চার্জশিট দায়ের করা হয়েছে ডিএমকে সাংসদ কানিমোঝি, ডিএমকে সুপ্রিমো করুণানিধি পত্নী দয়ালু আম্মাল ও সোয়ান টেলিকম প্রোমোটার শাহিদ বালওয়ার বিরুদ্ধেও।

আগামী ৩০ এপ্রিল ইডি-এর চার্জশিট খতিয়ে দেখবে আদালত।

এর আগে ইডি ডিএমকে নেত্রী কানিমোঝি ও এ রাজার আয়, সম্পত্তি ও ব্যক্তিগত লগ্নি সম্পর্কিত সমস্ত তথ্য খতিয়ে দেখেছে।

এর আগে কানিমোঝি ও এ রাজা টুজি কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে বেশ কিছু মাস জেলে কাটিয়েছেন। সিবিআই এই দু`জনের বিরুদ্ধে গুরুতর ক্রিমিনাল চার্জ নিয়ে এসেছিল। কিন্তু সিবিআই-এর তদন্তে দয়ালু আম্মানকে সাক্ষি হিসাবেই রাখা হয়েছিল। ইডি-এর চার্জশিটে করুণানিধি পত্নীর নাম টূজি কেলেঙ্কারি মামলায় নয়া মোড় নিয়ে এল।

.