উলটপুরাণ! দিল্লিতে পেট্রোলকে টপকে গেল ডিজেলের দাম
বেশিরভাগ বাণিজ্যিক যানবাহন ডিজেলচালিতই হয়ে থাকে। কারণ সেক্ষেত্রে গাড়ি কেনার সময়ে বেশি টাকা খরচ হলেও প্রতিদিন ব্যবহারের ফলে বেশি জ্বালানির প্রয়োজন হয়।
নিজস্ব প্রতিবেদন : ডিজেলের দাম পেট্রোলের চেয়েও বেশি! এমনটা কখনও শুনেছেন? আজ্ঞে হ্যাঁ, দিল্লিতে নাগাড়ে বাড়তে থাকা ডিজেলের দামের ফলে এখন পেট্রোলের থেকেও সেখানে দামি ডিজেল।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেষ নির্দেশিকা অনুসারে বুধবার সকাল ৬টা থেকে ডিজেলের প্রতি লিটার দাম ৪৮ পয়সা বেড়ে দাঁড়াল ৭৯.৮৮ টাকা। লকডাউনের পরবর্তী সময়ে এই নিয়ে ১৮তম বার বাড়ল ডিজেলের দাম।
এদিকে পেট্রোলের দাম এদিন ৭৯.৭৬ লিটারই থেকেছে। ফলে বুধবার, দেশের রাজধানীতে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম দাঁড়াল বেশি। এমন ঘটনা শেষ কবে হয়েছে মনে করতে পারছেন না দিল্লিবাসী।
তবে, ২০১৮ সালে ওড়িশায় ঘটেছিল এমন উলটপুরাণ। সেই সময়ে পেট্রোলকে পেরিয়ে গিয়েছিল ডিজেলের দাম।
Petrol and diesel prices at Rs 79.76/litre (no increase) and Rs 79.88/litre (increase by Rs 0.48), respectively in Delhi today. pic.twitter.com/ojKPS2XzfU
— ANI (@ANI) June 24, 2020
সাধারণভাবে ডিজেলচালিত ইঞ্জিনের যানবাহনের দাম পেট্রোলচালিত যানবাহনের তুলনায় বেশি হয়। বেশিরভাগ বাণিজ্যিক যানবাহন ডিজেলচালিতই হয়ে থাকে। কারণ সেক্ষেত্রে গাড়ি কেনার সময়ে বেশি টাকা খরচ হলেও প্রতিদিন ব্যবহারের ফলে বেশি জ্বালানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডিজেল, পেট্রোলের তুলনায় সাধারণভাবে কম মহার্ঘ্য হওয়ায় দীর্ঘকালীন ক্ষেত্রে জ্বালানির খরচ কম হয়। তবে, এমন পরিস্থিতি থাকলে সেই সংজ্ঞা আর কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
কলকাতায় যদিও পেট্রোলের দাম এখনও ডিজেলের তুলনায় বেশিই আছে। বুধবার কলকাতায় পেট্রোলের প্রতি লিটার দাম ৮১.৪৫ টাকা। অন্যদিকে ডিজেলের প্রতি লিটার দাম ৭৫.০৬ টাকা।
করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বজুড়ে যানবাহন চলাচল হঠাত্ হ্রাস পাওয়ায় পাল্লা দিয়ে কমেছিল অপরিশোধিত জ্বালানির দাম। এখন প্রায় ৩ মাস পর যখন ধীরে ধীরে বিভিন্ন দেশে লকডাউন লঘু করা হচ্ছে, স্বাভাবিকের দিকে এগোচ্ছে জ্বালানির চাহিদা। ফলে বিশ্ব বাজারে স্বাভাবিকের দিকে এগোচ্ছে অপরিশোধিত তেলের দাম।
পেট্রোল-ডিজেলের মূল্য সাধারণত বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ও ফোরেক্স রেট এবং বিভিন্ন রাজ্যের ভ্যাটের (Value Added Tax) উপর নির্ভর করে।
আরও পড়ুন : দিল্লিতে পাক হাই কমিশনকে কর্মীসংখ্যা অর্ধেক করতে বলল ভারত