কেদারনাথের উন্নয়নে তৈরি মাস্টার প্ল্যানের কাজ চলছে পুরোদমে, জানালেন মোদী
এদিন তিনি সাংবাদিকদের বলেন, দুদিনের বিশ্রাম পেয়ে গেলাম। নির্বাচন কমিশনকে ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদন: কেদারনাথে উন্নয়নের কাজ চলছে পুরোদমে। রবিবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH PM Modi in Kedarnath, "I have had a special relationship with Kedarnath. After 2013 natural tragedy, we have made a master-plan for the re-development for Kedarnath." pic.twitter.com/s2jla0XnFW
— ANI (@ANI) May 19, 2019
আরও পড়ুন-ভাঙড়ের উত্তর গাজিপুরে আতঙ্কিত ভোটারদের ঘর থেকে বের করে আনল কেন্দ্রীয় বাহিনী
এদিন তিনি সাংবাদিকদের বলেন, দুদিনের বিশ্রাম পেয়ে গেলাম। নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমার সৌভাগ্য হল বিভিন্ন আধ্যাত্মিক স্থানে যাওয়ার সুযোগ মেলে। এখন কেদারনাথে বছরে কয়েকবারও আসারও সুযোগ পাচ্ছি। কেদারনাথ উপত্যকার পরিবেশ ও পর্যটনের উন্নয়ের কাজ চলছে পুরো দমে। এনিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি হয়ছিল। তারই কাজ চলছে।
উল্লেখ্য, ২০১৩ সালে এক হড়পা বানে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কেদারনাথের একটি বড় অংশ। তার পর থেকে সেখানে বিভিন্ন ধরনের পরিকাঠামো তৈরির কাজ চলছে।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, এখানে যখন প্রাকৃতিক বিপর্যয় তখন এখানে এসেছিলাম। মনে একটি ইচ্ছে ছিল কিছু করতে হবে কেদারনাথের জন্য। গুজরাটে থাকাকালীনই কিছু না কিছু করতাম। তারপর প্রধানমন্ত্রী হয়েছি। উত্তরাখণ্ডেও অনুকূল সরকার এসেছে। এখানে কাজ করা খুবই কঠিন। ৫০-৫২ ফুট উঁচু বরফ পড়ে। মাইনাস ২৯ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। এরকম এক অবস্থায় একটা মাস্টার প্ল্যান বানানে হয়েছে। তা কাজ চলছে জোর কদমে।