আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, চলবে সপ্তাহভর

বৃষ্টি চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা মিটতে পারে

Updated By: Aug 5, 2019, 09:19 AM IST
আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, চলবে সপ্তাহভর

নিজস্ব প্রতিবেদন: কবে আসবে বৃষ্টি? এনিয়ে দক্ষিণবঙ্গের মানুষের আগ্রহের অন্ত নেই। কারণ বর্ষা শেষের দিকে হলেও বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারই উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে সপ্তাহভর চলবে বৃষ্টি। এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-ডাকওয়ার্থ লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচে জয়! টি-টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়ার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরিস্থিতি অনুকুল। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা মিটতে পারে।

নিম্নচাপ তৈরি হলে রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায়। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সপ্তাহের শেষদিকে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন-‘শুরু হল কাশ্মীর সমস্যা সমাধানের প্রক্রিয়া’, মন্তব্য অনুপম খেরের

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি, হাওড়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারনে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।

.