প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট, দিল্লিতে নিহত আইবি অফিসার অঙ্কিতের দেহে মিলল ৫১ ক্ষত
গত ১৩ মার্চ সলমন নামে এক যুবককে হেফাজতে পেয়েছে পুলিস। অঙ্কিত শর্মা খুনে তার ভূমিকা রয়েছে বলে মনে করছে দিল্লি পুলিস
নিজস্ব প্রতিবেদন: দিল্লি হিংসায় নিহত আইবি অফিসার অঙ্কিত শর্মার ময়না তদন্তের রিপোর্ট মিলল চাঞ্চল্যকর তথ্য। চাঁদবাগের নর্দমা থেকে উদ্ধার হওয়া অঙ্কিত শর্মার দেহে পাওয়া গিয়েছে ছুরির ১২টি আঘাতের চিহ্ন। পাশাপাশি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৩৩টি। সবেমিলিয়ে মোট ৫১টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে অঙ্কিতের দেহে।
আরও পড়ুন-করোনায় 'মৃত্যুপুরী' ইটালি থেকে ভারতীয়দের ফেরাতে মিলান যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান
ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে আঘাত করা হয়েছে অঙ্কিতের মাথায়। লাঠি বা রডের মতো কোনও বস্তুর আঘাত সেগুলি। লাং ও ব্রেনেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অঙ্কিতের উরু, পা ও বুকে পাওয়া গিয়েছে ১২টি গভীর ক্ষত। কাঁধ ও দেহের বিভিন্ন অংশে কালো দাগ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-করোনার কোপ, সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ
গত ১৩ মার্চ সলমন নামে এক যুবককে হেফাজতে পেয়েছে পুলিস। অঙ্কিত শর্মা খুনে তার ভূমিকা রয়েছে বলে মনে করছে দিল্লি পুলিস। প্রসঙ্গত, দিল্লি হিংসায় এখনও পর্য্নত আইবি অফিসার অঙ্কিত শর্মা, পুলিস কনস্টেবল রতনলাল সহ ৫৩ জনের মৃত্যু হয়েছে।