আগামী দু'বছরের মধ্যে ওয়াইফাই সিটি হচ্ছে দিল্লি
আগামী দু'বছরের মধ্যে গোটা দিল্লি ওয়াইফাই শহরে পরিণত হচ্ছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দিল্লি জুড়ে ৭০০টি ওয়াইফাই হটস্পট তৈরি করা হচ্ছে। দিল্লি সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীর পরিষদীয় সচিব আদর্শ শাস্ত্রী জানিয়েছেন ,''আগামী জুন মাসের মধ্যে এর জন্য প্রয়োজনীয় বাজেট পেশ করব আমরা। ওয়াইফাই-এর জন্য জুলাইয়ের মধ্যে ডাকা হবে টেন্ডার। ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ৬০০-৭০০টি ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে। আগামী দু'বছরের মধ্যে দিল্লির যে কোনও প্রান্ত থেকে পাওয়া যাবে ওয়াইফাই-এর সুবিধা।''
ওয়েব ডেস্ক: আগামী দু'বছরের মধ্যে গোটা দিল্লি ওয়াইফাই শহরে পরিণত হচ্ছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দিল্লি জুড়ে ৭০০টি ওয়াইফাই হটস্পট তৈরি করা হচ্ছে। দিল্লি সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীর পরিষদীয় সচিব আদর্শ শাস্ত্রী জানিয়েছেন ,''আগামী জুন মাসের মধ্যে এর জন্য প্রয়োজনীয় বাজেট পেশ করব আমরা। ওয়াইফাই-এর জন্য জুলাইয়ের মধ্যে ডাকা হবে টেন্ডার। ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ৬০০-৭০০টি ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে। আগামী দু'বছরের মধ্যে দিল্লির যে কোনও প্রান্ত থেকে পাওয়া যাবে ওয়াইফাই-এর সুবিধা।''
আম আদমি পার্টি তাদের নির্বাচনী ইস্তেহারে দিল্লি জুড়ে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল।
শাস্ত্রী জানিয়েছেন, সামগ্রিকভাবে গোটা শহরের ইন্টারনেট পরিষেবার উন্নয়নে মন দিয়েছেন তাঁরা।
তাঁর দাবি, অনলাইনের মাধ্যমে বিভিন্ন পরিষেবা যদি মানুষের মুঠোবন্দী হয় ,তাহলে একদিকে যেমন দক্ষতা বাড়বে , অন্যদিকে কমবে দুর্নীতির প্রবণতা।
''রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আকাশ ছোঁয়াই আমাদের লক্ষ্য। সাধারণ সার্ভিসের ক্ষেত্রে ওয়াইফাই এর মাধ্যমে নাগরিকেরা ই-মেল করতে পারবেন। সরকারি ওয়েবসাইট গুলির সঙ্গেও সহজে যোগাযোগ রক্ষা করতে পারবেন তাঁরা। বিনামূল্যে অন্তর্জাল সংক্রান্ত সাধারণ সব ধরণের সুবিধা পাবেন। তবে, সিনেমা দেখতে হলে বা গান শুনতে হলে সে গুলি ডাউনলোড করতে হবে। তার জন্য খসাতে হবে গাঁটের কড়িও।'' বলেছেন শাস্ত্রী।