দিল্লিতে বস্তি উচ্ছেদ অভিযানে শিশুমৃত্যুর জেরে উত্তপ্ত সংসদ
দিল্লিতে বস্তি উচ্ছেদ অভিযানে শিশুমৃত্যুর জেরে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। আপ-বিজেপি-কংগ্রেস তিন দলই একে অন্যের দিকে আঙুল তুলেছে। সংসদের ভিতরে-বাইরে কেজরিওয়াল সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে সোনিয়া-রাহুলের পাশে। আর বস্তি উচ্ছেদ ইস্যুতে কেজরিওয়ালের পাশে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে মোদী সরকারের বিরুদ্ধে চড়া
ওয়েব ডেস্ক: দিল্লিতে বস্তি উচ্ছেদ অভিযানে শিশুমৃত্যুর জেরে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। আপ-বিজেপি-কংগ্রেস তিন দলই একে অন্যের দিকে আঙুল তুলেছে। সংসদের ভিতরে-বাইরে কেজরিওয়াল সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে সোনিয়া-রাহুলের পাশে। আর বস্তি উচ্ছেদ ইস্যুতে কেজরিওয়ালের পাশে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে মোদী সরকারের বিরুদ্ধে চড়া
সুর বজায় রাখছে তৃণমূল। সোমবার সংসদে গান্ধীমূর্তির সামনে আপের বিক্ষোভে সামিল হয় ঘাসফুল। পশ্চিম দিল্লির শকূর বস্তিতে রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এদিন লোকসভায়
মুলতুবি প্রস্তাব আনে আপ। স্পিকার তা খারিজ করে দিলেও প্রস্তাব সমর্থন করে তৃণমূল। সোমবার শকূর বস্তিতে যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।