দিল্লি শিশু হত্যা কাণ্ডে গ্রেফতার তিন
নয়াদিল্লিতে অপহৃত দুই শিশুর মৃতদেহ উদ্ধারের একদিন পর এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃত তিনজনের মধ্যে একজন ওই দুই শিশুর আত্মীয় বলেও জানা গেছে।
নয়াদিল্লিতে অপহৃত দুই শিশুর মৃতদেহ উদ্ধারের একদিন পর এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃত তিনজনের মধ্যে একজন ওই দুই শিশুর আত্মীয় বলেও জানা গেছে।
গত সপ্তাহের শুক্রবার প্রগতি ময়দানের কাছে একটি জঙ্গল থেকে ওই দুই ভাইবোনের পচাগলা দেশ উদ্ধার করা করা হয়। গত মাসের ২৬ তারিখ স্কুল থেকে ফেরার পথেই নিঁখোজ হয় তারা।
পুলিসের শিশুদুটির আত্মীয় অমিত তার দুই বন্ধু শিবম গুপ্তা ও পঙ্কজ কাশ্যপের সঙ্গে রীতিমত পরিকল্পনা করেই ওই দুই ভাইবোনকে অপহরণ করে। ওই দুই শিশুর বাবা-মায়ের কাছ থেকে মোটা টাকা আদায় করার উদ্দেশ্যেই অপহরণের ছক কষে তারা। পুলিসি তদন্তে জানা গেছে পরিবারটির আত্মীয়তার সুযোগ নিয়ে ২৬শে ফেব্রুয়ারি অমিতই ওই শিশু দুটিকে স্কুল থেকে নিয়ে আসে।
অপহরণকারীরা ৩০লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বেশ কয়েকবার ফোন করে তারা।
পুলিসি নিষ্ক্রিয়তা ও স্কুলের ঢিলেঢালা নিরাপত্তার অভিযোগ গতকালই শতাধিক মানুষ মান্দাওয়ালি পুলিস স্টেশন ও বাচ্চা দুটির স্কুলের সামনে বিক্ষোভ জানান।