Omicron: উদ্বেগ বাড়ল কেজরির, রাজধানীতে মিলল আরও ওমিক্রন আক্রান্তের হদিস
কোভিড-১৯ এর মতোই মহারাষ্ট্রে এবার ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সবচেয়ে বেশি
নিজস্ব প্রতিবেদন: আরও ৪ ওমিক্রন সংক্রান্ত রোগীর সন্ধান মিলল দিল্লিতে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র রাই জানিয়েছে, রাজধানীতেই ধরা পড়েছে আরও ৪ ওমিক্রন রোগী। এনিয়ে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬।
সত্যেন্দ্র জৈন আরও জানিয়েছেন ওই ৬ ওমিক্রন আক্রান্তের মধ্যে ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ৩৫ করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্য়ে এলএনজেপি হাসপাতালে ভর্তি ৩ রোগী ওমিক্রন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
দিল্লির পাশাপাশি রাজস্থানেও চিহ্নিত হয়েছে আরও ৮ ওমিক্রন রোগীকে। এনিয়ে রাজ্যে আক্রান্ত মোট ১৭ জন। ওইসব রোগীদের শরীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদীলাল মিনা।
আরও পড়ুন- Earthquake: সমুদ্রগর্ভে ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি হল Tsunami সতর্কতা
কোভিড-১৯ এর মতোই মহারাষ্ট্রে এবার ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সবচেয়ে বেশি। দিল্লি, রাজস্থান, কর্ণাটক, গুজরাটেও মিলেছে ওমিক্রন আক্রান্ত রোগীর হদিস। এনিয়ে গোটা দেশে এখনওপর্যন্ত ওমিক্রন আক্রান্ত ৫২ জন।
কেন রাজ্যে আক্রান্ত কতজন
রাজস্থান-১৭
দিল্লি-০৬
গুজরাট-৪
মহারাষ্ট্র-২০
কর্ণাটক-০৩
অন্ধ্রপ্রদেশ-১
কেরল-১