মরসুমের সবচেয়ে গরম সকাল আজ দিল্লিতে

মরসুমের সবচেয়ে গরম সকাল আজ দিল্লিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশ। সর্বাধিক তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে।

Updated By: Apr 2, 2017, 02:38 PM IST
মরসুমের সবচেয়ে গরম সকাল আজ দিল্লিতে

ওয়েব ডেস্ক : মরসুমের সবচেয়ে গরম সকাল আজ দিল্লিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশ। সর্বাধিক তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে।

এই বছর গরম বিগত ১১৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই ১০ রাজ্যে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। দিল্লিতে পর পর দুদিন পারদ ছুঁয়েছে সর্বোচ্চ ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ৪ এপ্রিলের পর থেকে পারদ নামবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ভারতীয় মহিলাকে পোশাক খোলার নির্দেশ, রিপোর্ট চাইলেন সুষমা স্বরাজ

.