ধোঁয়াশায় দমবন্ধ রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দূষণ
দিল্লির জন্য সুখবর। দূষণের হাতে থেকে রাজধানীকে কিছুটা হলেও মুক্তি দিতে হতে পারে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জন্য সুখবর। প্রায় ২ সপ্তাহ দূষণদানবের দাপাদাপির পর অবশেষে দেখা মিলতে পারে বৃষ্টির। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। এর ফলে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বেশ খনিকটা কমবে বলে মনে করা হচ্ছে। রাজধানীতে এখনই বেশ শীত পড়ে গিয়েছে। ঠান্ডা বাতাসে ভর করে দিল্লির আকাশ ঢেকেছে ধোঁয়াশায়। দৃশ্যমানতা বহু জায়গায় কমে দাঁড়িয়েছে ১০০-২০০ মিটার।
বাতাসে বিষাক্ত ধূলিকণার বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ রাখতে হয়েছে। দূষণের মাত্র এতটাই যে ইন্ডিয়াম মেডিক্যাল অ্যাসোসিয়েশন দিল্লিতে এমার্জেন্সি ঘোষণাও করেছিল। পাশাপাশি রাজধানীতে ফের জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চালানোর পরিকল্পনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরকম অবস্থায় আবহাওয়া দফতরের আশ্বাস, হালকা বৃষ্টির ফলে ধোঁয়াশা বেশ কিছুটা কাটতে পারে।
আরও পড়ুন-রাজ্যের ডেঙ্গি রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ভর্ত্সনা সরকারি আইনজীবীকে