আপের ধরনা শেষ, এফআইআর দায়ের করল দিল্লি পুলিস

দু`দিনের ধর্না রাজধানীর বুকে অনেক কিছু দেখাল। `অ্যানার্কিস্ট` মুখ্যমন্ত্রী নিজের পুলিস প্রশাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। বিশৃঙ্কলা, লাঠিচার্জ, ভাঙা ব্যারিকেড। ২৬ জানুয়ারির আগে দিল্লির আইন শৃঙ্কলা ভেঙ্গে পড়ল রেল ভবনের সামনে। খণ্ডযুদ্ধে পুলিস ও আপ সমর্থক মিলিয়ে ৩১ জন আহত হয়েছে।

Updated By: Jan 22, 2014, 04:03 PM IST

দু`দিনের ধর্না রাজধানীর বুকে অনেক কিছু দেখাল। `অ্যানার্কিস্ট` মুখ্যমন্ত্রী নিজের পুলিস প্রশাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। বিশৃঙ্কলা, লাঠিচার্জ, ভাঙা ব্যারিকেড। ২৬ জানুয়ারির আগে দিল্লির আইন শৃঙ্কলা ভেঙ্গে পড়ল রেল ভবনের সামনে। খণ্ডযুদ্ধে পুলিস ও আপ সমর্থক মিলিয়ে ৩১ জন আহত হয়েছে।

এই ঘটনার পর রেল ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস। হাই সিকিউরিটি এরিয়ার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

গতকাল রাতে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ধারায় পার্লামেণ্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োগ করা হয়েছে ৩৩৩ ধারাও। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে শুধু আপ সমর্থকরাই নন, আহত হয়েছেন সংবাদমধ্যমের কর্মীরাও। দিল্লি পুলিসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "২০ ও ২১ জানুয়ারির ধর্না প্রদর্শনের ঘটনায় তদন্ত হবে।"

দু`দিন পর ধরনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সমালোচনার হাত থেকে রেহাই নেই তাঁর। বিজেপি নেতা হর্ষবর্ধন বলেছেন, এর আগে কোনও মুখ্যমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে এতবড় অপমান করেননি। সহযোগী দল হয়েও কেজরিওয়ালের সমালোচনা করেছে কংগ্রেস।

.