৪ জঙ্গি দিল্লিতে! হাই অ্যালার্ট জারি রাজধানীতে
হরিয়ানা-উত্তরপ্রদেশ সীমানা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। বাস ডিপো ও রেল স্টেশন থেকে শুরু করে রাস্তায় গাড়ি থামিয়েও করা হচ্ছে তল্লাশি।
নিজস্ব প্রতিবেদন: আশঙ্কা রাজধানীতে। গোয়েন্দা সূত্রে খবর, চার জঙ্গি দিল্লিতে ঢুকে পড়েছে। ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।
হরিয়ানা-উত্তরপ্রদেশ সীমানা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। বাস ডিপো ও রেল স্টেশন থেকে শুরু করে রাস্তায় গাড়ি থামিয়েও করা হচ্ছে তল্লাশি।
রবিবারই গোয়েন্দা বিভাগের তরফে দিল্লি পুলিসকে সতর্ক করা হয়। বলা হয়, চার-পাঁচ জন জঙ্গি রাজধানীতে ঢুকে পড়েছে। জনবহুল এলাকাগুলিতেই হামলা করার আশঙ্কা রয়েছে। গোয়েন্দাদের তরফে সতর্কবার্তা পাওয়ার পরই নজরদারি আরও আঁটোসাঁটো করে দিল্লি পুলিস।
Inputs
Delhi on high alert after Jaish E Mohammad terrorist Suspected to Enter Delhi
Stay Safe and inform Police for any Suspicious Person
Jai Hind
— Kp Nationalist (@KpNationalist) June 21, 2020
দুর্বল হচ্ছে ভাইরাস, প্রতিষেধক ছাড়াই এবার নির্মূল হবে করোনা! দাবি ইতালির গবেষকের
কোথায় হামলা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিস প্রশাসনের তরফে দিল্লির প্রত্যেকটি হাসপাতাল চত্বর, মার্কেট প্লেস, জনবহুল এলাকা ও স্টেশনে নজর রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি রয়েছে।করোনার কারণে হাসপাতালগুলিতে এমনিতেই রোগীর সংখ্যা বেশি। সেকারণে দিল্লির হাসপাতাল চত্বরগুলি এখন পুলিস পুলিসে ছয়লাপ। বাসস্ট্যান্ড, স্টেশনে চলছে তল্লাশি। দিল্লির সব ভাড়াটের নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ভাড়াটে এলে তা পুলিসকে জানাতে হবে।