ধুলো ঝড়ে বিপর্যস্ত রাজধানী, জলে ভাসছে মুম্বই
৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ধুলোর ঝড়।
নিজস্ব প্রতিবেদন: ধুলো ঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। দিল্লিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সন্ধেয় ধেয়ে আসে তীব্র গতিতে ঝড়। ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ধুলোর ঝড় ওঠে দিল্লিতে। সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। রাস্তায় ভেঙে পড়েছে গাছ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
18 flights diverted due to thunderstorm and rain in #Delhi. More details awaited. pic.twitter.com/HkJLUQ1COj
— ANI (@ANI) June 9, 2018
ঝড়বৃষ্টির জেরে বেশ কয়েকটি উড়ানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১৮টি বিমান। তাদের পথ ঘুরিয়ে দেওয়া হয়। এদিন আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই আকাশ কালো করে ঝড়বৃষ্টি শুরু হয়।
Dust storm & strong winds hit Delhi, visuals from RK Puram area. pic.twitter.com/aNbEpNaBRi
— ANI (@ANI) June 9, 2018
Dust storm, strong winds & clouds turn the sky dark in Delhi, visuals from Dwarka. pic.twitter.com/RRVN1g6v3K
— ANI (@ANI) June 9, 2018
A sudden change in weather marked by dust storm & strong winds hit Delhi, visuals from Akbar Road. pic.twitter.com/Rpo4tDjlzY
— ANI (@ANI) June 9, 2018
Dust storm & strong winds hit Delhi, a change in weather brings respite from the heat. Visuals from Chhatarpur area. pic.twitter.com/uPxMoVX2CF
— ANI (@ANI) June 9, 2018
এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। শনিবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্যনগরীতে। আগামিকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেশ কয়েক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা।
Rain lashes parts of Mumbai; #visuals from Marine Drive #Maharashtra pic.twitter.com/FMILbQUW8f
— ANI (@ANI) June 9, 2018
Jet Airways London-Mumbai flight diverted to Ahmedabad due to heavy rain in Mumbai.https://t.co/CqJBtllXLx pic.twitter.com/P1oahSrCEq
— Zee News (@ZeeNews) June 7, 2018
আরও পড়ুন- ২০০ কোটি টাকার সম্পত্তি সরকারি ইঞ্জিনিয়ারের! ফাঁস আয়কর হানায়