হোলির দিনে যুবককে ৫০ বার কোপাল দুষ্কৃতীরা, ধরা পড়ল সিসিটিভিতে
দিল্লিতে নৃশংসভাবে প্রতিবাদী যুবককে কোপাল দুষ্কৃতীরা।
নিজস্ব প্রতিবেদন: হোলির আনন্দ বদলে গেল বিষাদে। দিল্লিতে এক বালককে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার হলেন এক যুবক। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ৫০ বার আঘাত করে দুষ্কৃতীরা।
রংভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বেলুন ছোড়ার 'অপরাধে' এক বালককে মারধর করছিল দুই বাইক আরোহী। সেই রাস্তা ধরেই স্কুটারে জিম থেকে বাড়ি ফিরছিলেন আশিস। ওই বালককে বাঁচানোর চেষ্টা করেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আশিসের উপরে চড়াও হয়েছিল অন্তত ২০ জন। আশিসকে ৫০ বার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।গোটা ঘটনাটি ধরা পড়েছে নজরদারি ক্যামেরায়।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয় আশিসকে। আইসিইউ-তে চিকিত্সাধীন তিনি। হোলিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিস।
আরও পড়ুন- পরিষেবা চালু রাখতে জিও ও এয়ারটেলের দ্বারস্থ এয়ারসেল