বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি, বলছে গ্লোবাল এনভায়রমেন্ট পারফরম্যান্স ইনডেক্স

দূষণে বরাবরই বদনাম কুড়িয়েছে ভারতের শবরগুলি। তবে ভারতের কাছে ২০১৪-র ইপিআই (এনভায়ারমেন্ট পারফরম্যান্স ইনডেক্স) রিপোর্ট সত্যিই ভয়াবহ। ৩২ ধাপ নিচে নেমে গিয়ে সারা বিশ্বে ভারতের স্থান এখন ১৫৫। আর বিশ্বের মধ্যে সবথেকে দূষিত শহরটির নাম দিল্লি। সারা বিশ্বের মোট ১৭৮টি শহরের ওপর ৯টি প্যারামিটারের ওপর ভিত্তি করে চলেছে এই সমীক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এই সমীক্ষা প্রকাশ করেছে।

Updated By: Feb 3, 2014, 10:52 PM IST

দূষণে বরাবরই বদনাম কুড়িয়েছে ভারতের শবরগুলি। তবে ভারতের কাছে ২০১৪-র ইপিআই (এনভায়ারমেন্ট পারফরম্যান্স ইনডেক্স) রিপোর্ট সত্যিই ভয়াবহ। ৩২ ধাপ নিচে নেমে গিয়ে সারা বিশ্বে ভারতের স্থান এখন ১৫৫। আর বিশ্বের মধ্যে সবথেকে দূষিত শহরটির নাম দিল্লি। সারা বিশ্বের মোট ১৭৮টি শহরের ওপর ৯টি প্যারামিটারের ওপর ভিত্তি করে চলেছে এই সমীক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এই সমীক্ষা প্রকাশ করেছে।

ইয়েল ইউনিভার্সিটির বিবৃতিতে বলা হয়েছে, ফরেস্ট, ফিশারি ও জল ছাড়া বাকি সবকটি ক্ষেত্রেই ভারত খুবই দুর্বল। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে দেশের পারফরম্যান্স খুবই দুর্বল। বায়ুদূষণে ভারতের অবস্থা সবথেকে খারাপ। নাসা স্যাটেলাইটের পরীক্ষায় দেখা যাচ্ছে সবথেকে বেশি দূষণ কনা উপস্থিত দিল্লির বায়ুমন্ডলে। তারপরই রয়েছে বেজিং। রাজধানীতে ৮১০ মিলিয়ন নথিভুক্ত যানের সংখ্যাই দূষণের মূল কারণ বলে ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষায়।

.