দূষণের দুনিয়ায় ভারত এগিয়েই, তবে দিল্লি প্রথম নয়

২০১৪ থেকে বিশ্বের এক নম্বর স্থানটার দখল ছিল দিল্লির। এবার তা হাতছাড়া হল। এক ধাক্কায় সোজা নেমে এসেছে নয়ে। তবে খবরটা মন খারাপের নয়, খুশির। কারণ এই র‍্যাঙ্কিং অন্যকিছুর নয়, দূষণের।

Updated By: May 12, 2016, 02:52 PM IST
দূষণের দুনিয়ায় ভারত এগিয়েই, তবে দিল্লি প্রথম নয়

ওয়েব ডেস্ক: ২০১৪ থেকে বিশ্বের এক নম্বর স্থানটার দখল ছিল দিল্লির। এবার তা হাতছাড়া হল। এক ধাক্কায় সোজা নেমে এসেছে নয়ে। তবে খবরটা মন খারাপের নয়, খুশির। কারণ এই র‍্যাঙ্কিং অন্যকিছুর নয়, দূষণের।

সদ্য প্রকাশিত WHO-এর রিপোর্ট অনুযায়ী দূষণে আর এক নম্বর নয় ভারতের রাজধানী। দিল্লিকে টেক্কা দিয়ে বিশ্বের সবথেকে দূষিত শহর এখন ইরানের জাবোল। তবে ভারত রয়ে গেছে টপ টোয়েন্টিতে। দিল্লি নীচে নামলেও প্রথম ২০তে রয়েছে ভারতের ১০টি শহর। দিল্লির আগে রয়েছে গোয়ালিয়র, এলাহাবাদ, পাটনা এবং রায়পুর। তবে খুশির খবর এটাই যে ভারত টপ ২০টিতে থাকলেও কমেছে শহরের সংখ্যা। ২০১৪তে যা ছিল ১৩ এখন তা ১০। এক নম্বর থেকে রাজধানী নেমে এল নয় নম্বরে, কমল ভারতে দূষিত শহরের সংখ্যাও। দূষণ কমাতে তবে কি 'সাকসেসফুল' কেজরিওয়ালের 'অড ইভেন' পলিসি?

.