গুগল-ফেসবুককে হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের
সোস্যাল নেটওয়ার্কিং সাইট গুগল ও ফেসবুককে এবার চরম হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার একটি গুগল ও ফেসবুককে একটি সতর্ক করে হাইকোর্টের বিচারপতি সুরেশ কায়েত জানান, আপত্তিকর বিষয় না সরানো হলে চিনের মতো ভারতেও গুগল ও ফেসবুককে নিষিদ্ধ করে দেওয়া হবে। শুধু সরানোই নয়, আপত্তিকর বিষয় আটকাতেও তাদের ব্যবস্থা নিতে হবে বলে জানায় হাইকোর্ট।
সোস্যাল নেটওয়ার্কিং সাইট গুগল ও ফেসবুককে এবার চরম হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার একটি গুগল ও ফেসবুককে একটি সতর্ক করে হাইকোর্টের বিচারপতি সুরেশ কায়েত জানান, আপত্তিকর বিষয় না সরানো হলে চিনের মতো ভারতেও গুগল ও ফেসবুককে নিষিদ্ধ করে দেওয়া হবে। শুধু সরানোই নয়, আপত্তিকর বিষয় আটকাতেও তাদের ব্যবস্থা নিতে হবে বলে জানায় হাইকোর্ট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আপত্তিকর বিষয় তুলে দেওয়ার আবেদনের শুনানি চলছে নিম্ন আদালতে। তবে নিম্ন আদালতের শুনানির উপর স্থগিতাদেশ জারি করেনি দিল্লি হাইকোর্ট। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর আপত্তিকর ছবি নিয়ে কপিল সিব্বাল সাইটটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এবার সেই একই সতর্কতা জারি করল দিল্লি হাইকোর্ট।