রমজানে Nizamuddin Markaz-এ ৫০জনকে নমাজের অনুমোদন দিল্লি হাইকোর্টের
রমজানে নিজামুদ্দিনে (Nizamuddin Markaz) ৫০জনকে নমাজ পড়ার অনুমোদন দিল দিল্লি হাইকোর্ট (Delhi Court)।
নিজস্ব প্রতিবেদন: গতবছর করোনার (Coronavirus) সময়ে সুপারস্প্রেডার হয়েছিল দিল্লির নিজামুদ্দিন মারকাজের (Nizamuddin Markaz) জমায়েত। তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। ১ বছর বন্ধ ওই ধর্মীয়স্থান। রমজানে নিজামুদ্দিনে (Nizamuddin Markaz) ৫০জনকে নমাজ পড়ার অনুমোদন দিল দিল্লি হাইকোর্ট।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) নির্দেশ দিল,নিজামুদ্দিন মারকাজের (Nizamuddin Markaz) দিনে ৫ বার নমাজ পড়া যাবে। শুধু ৫০ জনকেই ভিতরে ঢোকার অনুমোদন। মানতে হবে বিপর্যয় ব্যবস্থাপনা বিধি। হাইকোর্টের পর্যবেক্ষণ,'ধর্মীয় জমায়েত নিষিদ্ধ। তবে ধর্মীয়স্থান বন্ধের কোনও নির্দেশিকা নেই। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে। সব ধর্মীয়স্থানই খোলা রয়েছে। নিজামুদ্দিন মারকাজও ধর্মীয়স্থান, তাই খোলা থাকা উচিত।'
গতবছর মার্চে দক্ষিণ দিল্লিতে নিজামুদ্দিন মারকাজে (Nizamuddin Markaz) তবলিঘি জামাতের অনুষ্ঠানে ভিড় থেকে ছড়িয়েছিল করোনা। সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল আক্রান্তরা। এর মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন। ঘটনার পর বিতর্কে জড়িয়েছিল নিজামুদ্দিন মারকাজ। তারপর থেকে বন্ধ রয়েছে নিজামুদ্দিন। রমজানে নমাজের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করে ওয়াকফ বোর্ড। শুরুতে নিজামুদ্দিনে প্রার্থনার অনুমতিতে সায় দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরে তারা জানায়, ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে দিল্লিতে। সে কারণে মসজিদে কাউকে ঢুকতে দেওয়া উচিত নয়। তার পাল্টা কুম্ভ মেলার উল্লেখ করে কেন্দ্রের দ্বিচারিতা নিয়ে সওয়াল করে দিল্লি ওয়াকফ বোর্ড।
আরও পড়ুন- যোগীরাজ্যে এক ব্যক্তি প্রথমে কোভ্যাক্সিন কিন্তু দ্বিতীয় ডোজে পেলেন কোভিশিল্ড