নীতীশ কাটারা হত্যা মামলায় তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজা বহাল

নীতীশ কাটারা হত্যা মামলায় তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজার রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট। ছ বছর আগে অভিযুক্ত বিকাশ যাদব, বিশাল যাদব এবং সুখদেব প্যাহলওয়ানকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছিল নিম্ন আদালত। বুধবার সেই রায়ই বহাল রাখল দিল্লি হাই কোর্ট।

Updated By: Apr 2, 2014, 11:48 AM IST

নীতীশ কাটারা হত্যা মামলায় তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজার রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট। ছ বছর আগে অভিযুক্ত বিকাশ যাদব, বিশাল যাদব এবং সুখদেব প্যাহলওয়ানকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছিল নিম্ন আদালত। বুধবার সেই রায়ই বহাল রাখল দিল্লি হাই কোর্ট।

বিচারপতিদের মন্তব্য, সম্মানরক্ষার জন্যই ২০০২ সালে অপহরণ করে নীতীশ কাটারাকে খুন করা হয়েছিল। এই মামলায় আর পুনর্বিচারের প্রয়োজন নেই। নিম্ন আদালত সঠিক ভাবেই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। উল্লেখ্য এই মামলায় অভিযুক্ত বিকাশ যাদব এবং বিশাল যাদব উত্তর প্রদেশের প্রভাবশালী প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা ডি পি যাদবের ছেলে এবং ভাইপো। ছেলের মৃত্যুর জন্য যদিও নীলম কাটারা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন, কিন্তু তিনিও বুধবার দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানান।

.