Petrol-Diesel: দূষণ ঠেকাতে কড়া দাওয়াই, এই সার্টিফিকেট না থাকলে ২৫ অক্টোবর থেকে মিলবে না পেট্রোল-ডিজেল

গোপাল রাই আরও জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর থেকে দিল্লি সেক্রেটারিয়েট চালু হচ্ছে গ্রিন ওয়ার রুম। শীতকালে রাজধানীর দূষণের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হচ্ছে দিল্লি সরকার

Updated By: Oct 1, 2022, 07:32 PM IST
Petrol-Diesel: দূষণ ঠেকাতে কড়া দাওয়াই, এই সার্টিফিকেট না থাকলে ২৫ অক্টোবর থেকে মিলবে না পেট্রোল-ডিজেল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনিতেই দূষণে কাবু দিল্লি। শীতের সময়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আগেই গাড়িঘোড়ার জন্য জোড়-বিজোড় ফর্মুলা এনেছিল দিল্লি সরকার। এবার আরও কড়া দাওয়াই। রাজধানীতে যাতায়াতকারী পুরোন গাড়ির কথা মাথায় রেখে এবার তাদের জন্য দূষণের সার্টিফিকেট বা পলিউশন সার্টিফিটেক বাধ্যতামূলক করছে আম আদমি সরকার। শুধু তাই নয়, পলিউশন সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না পেট্রোল-ডিজেল। ওই ব্যবস্থা চালু হচ্ছে ২৫ অক্টোবর থেকে।

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শনিবার জানিয়েছেন, পেট্রোল-ডিজেল কিনতে গেলে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে ওই ব্যবস্থা চালু করে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশ্য দিল্লিতে দূষণ কম করা। এর জন্য পরিবেশ দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।

গোপাল রাই আরও জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর থেকে দিল্লি সেক্রেটারিয়েট চালু হচ্ছে গ্রিন ওয়ার রুম। শীতকালে রাজধানীর দূষণের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হচ্ছে দিল্লি সরকার। মানুষকে সতর্ক করতে ৬ অক্টোবর থেকে চালু হচ্ছে অ্যান্টি ডাস্ট ক্যাম্পেইন। 

উল্লেখ্য, শীতকালে দূষণে ভয়ানক আকার ধারন করে দিল্লি। অভিযোগ ওঠে দিল্লি ও হরিয়ানার চাষিরা নাড়া পোড়ানোর ফলেই পরিবেশ মারাত্মক আকার নিচ্ছে প্রতিবছর। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে অংশ নিয়েছেন ২ লাখ মানুষ। কেন্দ্র সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও বলেছে দিল্লির বাতাস আগের থেকে খানিকটা ভালো হয়েছে।

এদিকে, দিল্লি সরকারের ওই পরিকল্পনায় আশঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বাধ্যতামূলক করলে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.