দিল্লি গণধর্ষণ কাণ্ডে আজ শুনানি শুরু হাইকোর্টে
দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত ৪ আসামির আবেদনের ভিত্তিতে হাইকোর্টে আজ শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুনানি চলবে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি রেবা ক্ষেত্রপাল ও প্রতিভা রানির বেঞ্চে।
Updated By: Sep 25, 2013, 10:09 AM IST
দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত ৪ আসামির আবেদনের ভিত্তিতে হাইকোর্টে আজ শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুনানি চলবে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি রেবা ক্ষেত্রপাল ও প্রতিভা রানির বেঞ্চে।
ফাস্ট ট্র্যাক কোর্টের মতো হাইকোর্টও যে মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে তত্পর তা পরিষ্কার করে দিয়েছেন দুই মহিলা বিচারপতি। বিচারপতিরা চান আজ থেকে প্রতিদিনই শুনানি চলুক। গত ১৩ সেপ্টেম্বর দিল্লির সাকেত ফাস্ট ট্র্যাক কোর্টে গণধর্ষণ-খুনের ঘটনায় ফাঁসির সাজা হয়েছে মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মার।