দিল্লি দখলে আজ রামলীলায় মোদী

দিল্লি বিধানসভার দখল নিতে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি শিবির। নেতৃত্বে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার অভিযানের সূচনাও করছেন তিনিই। রামলীলা ময়দানে আজ এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও সভায় হাজির থাকবেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, ভেঙ্কাইয়া নাইডু সহ বিজেপির হাই প্রোফাইল নেতারা।

Updated By: Jan 10, 2015, 11:29 AM IST
দিল্লি দখলে আজ রামলীলায় মোদী

নয়াদিল্লি: দিল্লি বিধানসভার দখল নিতে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি শিবির। নেতৃত্বে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার অভিযানের সূচনাও করছেন তিনিই। রামলীলা ময়দানে আজ এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও সভায় হাজির থাকবেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, ভেঙ্কাইয়া নাইডু সহ বিজেপির হাই প্রোফাইল নেতারা।

গত ষোলো বছরে দিল্লিতে কখনও বিজেপি সরকার গড়ে ওঠেনি। তবে এবার মোদীর নেতৃত্বে দল ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। ২০১৩য় দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করলেও, সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। গত কয়েক মাসে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে চোখধাঁধানো সাফল্যের পর, এবার তাই বিজেপির লক্ষ্য দিল্লি।

রামলীলা ময়দানে আজকের মোদীর জনসমাবেশে ১ লক্ষ মানুষ যোগ দেবে বলে মনে করা হচ্ছে।

 

.