আপ-কে দিন আনেওয়ালে হ্যায়, দিল্লিতে ঝাড়ু ঝড়, মোদীর কিরন রথে আম আদমির ধাক্কা। পিছিয়ে রাষ্ট্রপতির কন্যা, এগিয়ে কেজরিওয়াল, শুভেচ্ছা মোদীর- DELHI LIVE RESULT

মোট আসন-৭০, আপ এগিয়ে-৬৩, বিজেপি এগিয়ে-৬, কংগ্রেস এগিয়ে-০, অন্যান্য এগিয়ে-১

Updated By: Feb 10, 2015, 03:04 PM IST
আপ-কে দিন আনেওয়ালে হ্যায়, দিল্লিতে ঝাড়ু ঝড়, মোদীর কিরন রথে আম আদমির ধাক্কা। পিছিয়ে রাষ্ট্রপতির কন্যা, এগিয়ে কেজরিওয়াল, শুভেচ্ছা মোদীর- DELHI LIVE RESULT

মোট আসন-৭০, আপ এগিয়ে-৬৭, বিজেপি এগিয়ে-৩, কংগ্রেস এগিয়ে-০

Breaking news- কৃষ্ণাগনর কেন্দ্রে হারলেন কিরণ বেদী। কেজরিওয়ালকে শুভেচ্ছা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর। শুভেচ্ছা নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, নীতীশ কুমার, ফারুক আবদুল্লাওর

সকাল ১১টা- হারের দায় নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন। একটা আসনও জিততে পারল না কংগ্রেস।

সকাল ১০.৩০টা- দিল্লির কার্যত সব কেন্দ্রেই আম আদমি পার্টির প্রার্থীরা জয়ের মুখে। কংগ্রেস নিশ্চিহ্ণ। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি কৃষ্ণগঞ্জ কেন্দ্রে সাড়ে তিন হাজার ভোটে পিছিয়ে।

সকাল ৯টা- কৃষ্ণনগরে কেন্দ্রে পিছিয়ে গেলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। বেদি পিছিয়ে ২৮২ ভোটে।

মঙ্গলপুরি কেন্দ্রে বড় জয়ের দিকে আম আদমি পার্টির প্রার্থী রাখি বিড়লা।

নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

সকাল গ্রেটার কৈলাস কেন্দ্রে পিছিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় পিছিয়ে। এই কেন্দ্রে এগিয়ে আম আদমি পার্টির প্রার্থী।

সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। গণনার শুরুতে কিছুটা এগিয়ে আম আদমি পার্টি। কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি এগিয়ে।

 

২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়েছিল-৬০টি বিধানসভা আসনে, আপ এগিয়েছিল-১০টিতে। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি।

২০১৩ বিধানসভা নির্বাচনে- মোট আসন-৭০, আপ জয়ী- ২৮টি, বিজেপি জয়ী-৩১টি, কংগ্রেস জয়ী-৮, অন্যান্য জয়ী-৩

 

দিল্লি বিধানসভার ভোটগণনা শুরু হল । আপ না বিজেপি--কার দখলে দিল্লি গেল, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণনা। ২০১‍৩ বিধানসভার ভোটে কংগ্রেসের জমানা শেষ হয় দিল্লিতে। তবে ম্যাজিক ফিগারে পৌছতে পারেনি কোনও দল। সত্তর আসনের বিধানসভায় কেজরিওয়ালের আম আদমি পার্টি পায় ২৮টি আসন, বিজেপি ৩১টি, আর কংগ্রেস আটটি আসন।

আপকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেসই। কিন্তু ৩৯ দিনের মাথায় অরবিন্দ কেজরিওয়ালের সরকার পড়ে যায়। তাই ফের ভোট। এবারও প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। এক সময় আন্না হাজারে ঘনিষ্ঠ কেজরিওয়ালের সহযোদ্ধা কিরণ বেদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষাগুলি অবশ্য এগিয়ে রাখছে আম আদমি পার্টিকেই। আর কয়েক ঘণ্টার মধ্যেই বোঝা যাবে, শেষ হাসি কে হাসবেন? অরবিন্দ কেজরিওয়াল, নাকি কিরন বেদি।

.