অসমের ৩ জেলায় জঙ্গি হানায় বলি বেড়ে ৬০
এনডিএফবির হত্যালীলার পর থমথমে অসমের কোকড়াঝাড়। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ষাট। আহত শতাধিক। নিরাপত্তাবাহিনীর তথ্য অনুযায়ী, অসম-ভূটান সীমান্তের জয়ন্তী পাহাড় থেকে নেমে এসে গত সন্ধ্যায় হামলা চালায় এনডিএফবির জঙ্গিরা। জঙ্গি হানার পর নামানো হয়েছে বিএসফ ও আধাসেনা।
গুয়াহাটি: এনডিএফবির হত্যালীলার পর থমথমে অসমের কোকড়াঝাড়। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ষাট। আহত শতাধিক। নিরাপত্তাবাহিনীর তথ্য অনুযায়ী, অসম-ভূটান সীমান্তের জয়ন্তী পাহাড় থেকে নেমে এসে গত সন্ধ্যায় হামলা চালায় এনডিএফবির জঙ্গিরা। জঙ্গি হানার পর নামানো হয়েছে বিএসফ ও আধাসেনা।
অলিগলি থেকে রাজপথ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। কোকড়াঝাড়ের আদিবাসী এলাকার রাস্তায় পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। গত সন্ধ্যায় হামলার পর কার্যত বনধের চেহারা নিয়েছে অসম। আজ সকাল থেকে বাসিন্দারা বাড়ি থেকে বেরোননি। রাস্তা ঘাটে যানবাহনের সংখ্যাও হাতে গোণা। কান পাতলেই শোনা যাচ্ছে পরিজনহারাদের কান্না। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত তিন চারদিন ধরে এনডিএফবির বিরুদ্ধে অভিযান শুরু করেছিল আধাসামরিক বাহিনী। তারই বদলা মঙ্গলবারের হামলা।