প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী ও স্বাধীনতা সংগ্রামী মদন মোহন মালব্যকে ভারতরত্ন
ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আগামিকালই বাজপেয়ীর জন্মদিন। নব্বই বছরে পা দিচ্ছেন এনডিএ-র প্রথম প্রধানমন্ত্রী। জন্মদিনের আগেই তাঁর নামে দেশের সর্বোচ্চ সম্মান ঘোষণা হল। মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন মালব্যকেও।
নয়াদিল্লি: ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আগামিকালই বাজপেয়ীর জন্মদিন। নব্বই বছরে পা দিচ্ছেন এনডিএ-র প্রথম প্রধানমন্ত্রী। জন্মদিনের আগেই তাঁর নামে দেশের সর্বোচ্চ সম্মান ঘোষণা হল। মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন মালব্যকেও।
রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে এসেছে বিজেপি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই দাবি আরও জোরালো হয়। বাজপেয়ীকে ভারতরত্ন সম্মান দেওয়ার পক্ষে সমর্থন জানায় শিব সেনাও। প্রধানমন্ত্রী নিজে সুপারিশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম।অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন সম্মান দেওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।