দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে হেনস্থা, হায়দরাবাদে আত্মঘাতী দলিত গবেষক ছাত্র

দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে হেনস্থা। হায়দরাবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হলেন এক দলিত গবেষক। অম্বেদকর ইউনিয়নের সদস্য তিনি। অগাস্টে মুম্বই হামলার অপরাধী ইয়াকুব মেমনের ফাঁসির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে  ইউনিয়ন। সেই মিছিল থেকেই ABVP-র এক নেতাকে হেনস্থার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে গবেষক রোহিতের বিরুদ্ধে প্রমাণ মেলেনি।

Updated By: Jan 19, 2016, 11:12 AM IST
দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে হেনস্থা, হায়দরাবাদে আত্মঘাতী দলিত গবেষক ছাত্র

ওয়েব ডেস্ক: দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে হেনস্থা। হায়দরাবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হলেন এক দলিত গবেষক। অম্বেদকর ইউনিয়নের সদস্য তিনি। অগাস্টে মুম্বই হামলার অপরাধী ইয়াকুব মেমনের ফাঁসির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে  ইউনিয়ন। সেই মিছিল থেকেই ABVP-র এক নেতাকে হেনস্থার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে গবেষক রোহিতের বিরুদ্ধে প্রমাণ মেলেনি।

এরপর অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে ইউনিয়ন। অভিযোগ এক কেন্দ্রীয় মন্ত্রীর চাপে পাঁচ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। হস্টেলের সামনে তাঁবু খাটিয়ে থাকছিলেন তারা। রাতে সেখানেই রোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ আটকে রাতভর বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ভোরে আট ছাত্রকে গ্রেফতার করে দেহ নিয়ে যায় পুলিস।

.