ফণির তাণ্ডবে বিপর্যস্ত ওড়িশা, দেখুন পুরীতে ঝড় আছড়ে পড়ার মুহূর্তের ভিডিয়ো
ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে গঞ্জাম, পুরী, খুরদা, গজপতি জেলায়। ভুবনেশ্বরে ঝড়ের গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: তীব্র গতিতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ফণি। শুক্রবার সকাল ৮টা থেকেই তার উপস্থিতি জানা দিতে শুরু করে ফণি। দ্রুত গতি বাড়িয়ে গোপালপুর, পুরীতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। টানা ২ ঘণ্টা ধরে চলে ঝড়ের তাণ্ডব। তোলপাড় হয় ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক সহ রাজ্যের একাধিক এলাকা।
The sound and the fury : here's what the landfall at Puri by #CycloneFani actually looked like..
Video by @PIBBhubaneswar pic.twitter.com/4GpvKFkRQ3
— PIB India (@PIB_India) May 3, 2019
আরও পড়ুন-শিয়রে ফণি, আজ ও আগামিকাল বাতিল করা হল মূখ্যমন্ত্রীর সভা
পুরীতে ঝড়ের গতিবেগ গিয়ে দাঁড়ায় ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ধীরে ধীরে তা কমে আসে। পুরীতে ফণি আছড়ে পড়ার মুহূর্তের ভিডিয়ো প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। সেই ভিডিয়ো দেখলে বোঝা যায় কতটা ছিল ঝড়ের তীব্রতা।
পুরী সব ওড়িশার অধিকাংশ জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। জলে ডুবে গিয়েছে বহু জায়গা। বহু গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে মাটির বহু বাড়ি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ১১ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
The fiery #CycloneFani blows through Puripic.twitter.com/tf5VlwHoCu
— PIB India (@PIB_India) May 3, 2019
#CycloneFani: Impact of landfall with wind at maximum speed of 240-245 km per hour according to IMD pic.twitter.com/Xl3WNQfjfV
— Doordarshan News (@DDNewsLive) May 3, 2019
আরও পড়ুন-ফণির জেরে বৃষ্টি শুরু হল কলকাতায়, দুর্ভোগে অফিসযাত্রীরা
ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে গঞ্জাম, পুরী, খুরদা, গজপতি জেলায়। ভুবনেশ্বরে ঝড়ের গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁয়ে যায়।