ওড়িশায় তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ল ফণি, জেনে নিন ঝড়ের বেগ কোথায় কত
ভূভাগে প্রবেশের সময়ে কোথায় ঝড়ের গতি ছিল ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আবার কোথাও ১৮০ কিলোমিটার ঘণ্টা
নিজস্ব প্রতিবেদন: সকাল ৮টা নাগাদ ওড়িশা উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ফনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া চলবে টানা ২ ঘণ্টা। ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন জায়গায় বাড়ছে ঝড়ের গতি। ভূভাগে প্রবেশের সময়ে কোথায় ঝড়ের গতি ছিল ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আবার কোথাও ১৮০ কিলোমিটার ঘণ্টা।
আরও পড়ুন-ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ফণি, ঝড়ের গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার
শুক্রবার সকাল দশটার পর ভূবনেশ্বরে ঝড়ের গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁয়ে যায়।
#WATCH Rain and strong winds hit Bhubaneswar as #FANI cyclone hits Puri coast with wind speed of above 175km/per hour. pic.twitter.com/QZYkk1EALI
— ANI (@ANI) May 3, 2019
হায়দরাবাদে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরী ও ওড়িশায় ঝড়ের গতি সর্বোচ্চ ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ঝড়ের গতি খানিকটা কমবে ও তা পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে।
IMD Hyderabad: Winds in Puri, Odisha are blowing at a maximum speed of 240-245 km per hour and heavy to very heavy rains are continuing over the Odisha coast. After landfall, the impact is likely to reduce and it is likely to move towards West Bengal coast. pic.twitter.com/kqafWJxBD0
— ANI (@ANI) May 3, 2019
আরও পড়ুন-শিয়রে ফণি, আজ ও আগামিকাল বাতিল করা হল মূখ্যমন্ত্রীর সভা
পারাদ্বীপে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যান্ডফল হয়ে যাওয়ার পর ঝড় উত্তর ও উত্তরপূর্ব দিকে ঘুরে যাবে। সকাল নটায় পারাদ্বীপে ঝড়ের গতি ৩৫ কিলোমিটার প্রতিঘণ্টা। পরে তা অনেকটাই বেড়ে যায়।
R Shukla, IMD Paradip, Odisha: Landfall process started around 8 AM&is expected to complete within 2 hrs. Then it's expected to move north-northeastwards, covering all dists in coastal Odisha, towards WB. Wind speed of 35 km/hr recorded in latest updates at 9 AM & it'll increase. pic.twitter.com/Qllp0A4Xek
— ANI (@ANI) May 3, 2019
#WATCH Rain and strong winds hit Paradip, Odisha. #CycloneFani pic.twitter.com/YJZ7oCS191
— ANI (@ANI) May 3, 2019
সকাল সাড়ে দশটা নাগাদ পুরীতে ঝড়ের গতি ছিল প্রায় ৮০ কিলোমিটার। ফণি আছড়ে পড়ার পর ঝড়ে গতি গিয়ে দাঁড়ায় ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
#WATCH #CycloneFani hits Puri in Odisha. pic.twitter.com/X0HlYrS0rf
— ANI (@ANI) May 3, 2019
#WATCH Odisha: Strong winds and rainfall hit Puri. #CycloneFani is expected to make a landfall in Puri district today. Visuals from near Puri Beach. pic.twitter.com/Wc9i851CNY
— ANI (@ANI) May 3, 2019