জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তে যে ৬৬টি ক্ষেত্রে কর কমছে তার সম্পূর্ণ তালিকা

আচার, কাসুন্দি সহ মোট ৬৬টি ক্ষেত্রে পূর্বনির্ধারিত করের হার কমানোর সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা কর হ্রাসের দাবিকে মান্যতা দিয়ে এমন সিদ্ধান্ত গৃহীত হল। আগামী মাসের ১ তারিখ, অর্থাত্ পয়লা জুলাই থেকে সারা দেশ জুড়ে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা প্রয়োগ করার লক্ষে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেকারণেই শ্রীনগরের বৈঠকে উচ্চক্ষমতা সম্পন্ন জিএসটি কাউন্সিল মোট ১২০০ প্রকার পণ্য ও পরিষেবার উপর কর ধার্য করে ফেলেছে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের ট্যাক্স স্ল্যাবে। কিন্তু তারপরেও বেশ কিছু পণ্য ও পরিষেবার উপর নির্ধারিত করের হার কমানোর দাবি জোরাল হতেই, এমন সিদ্ধান্ত। নীচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন, কোন ৬৬টি ক্ষেত্রে কমানো হল কর-

Updated By: Jun 12, 2017, 10:52 AM IST
জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তে যে ৬৬টি ক্ষেত্রে কর কমছে তার সম্পূর্ণ তালিকা

ওয়েব ডেস্ক: আচার, কাসুন্দি সহ মোট ৬৬টি ক্ষেত্রে পূর্বনির্ধারিত করের হার কমানোর সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা কর হ্রাসের দাবিকে মান্যতা দিয়ে এমন সিদ্ধান্ত গৃহীত হল। আগামী মাসের ১ তারিখ, অর্থাত্ পয়লা জুলাই থেকে সারা দেশ জুড়ে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা প্রয়োগ করার লক্ষে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেকারণেই শ্রীনগরের বৈঠকে উচ্চক্ষমতা সম্পন্ন জিএসটি কাউন্সিল মোট ১২০০ প্রকার পণ্য ও পরিষেবার উপর কর ধার্য করে ফেলেছে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের ট্যাক্স স্ল্যাবে। কিন্তু তারপরেও বেশ কিছু পণ্য ও পরিষেবার উপর নির্ধারিত করের হার কমানোর দাবি জোরাল হতেই, এমন সিদ্ধান্ত। নীচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন, কোন ৬৬টি ক্ষেত্রে কমানো হল কর-

http://www.cbec.gov.in/resources//htdocs-cbec/gst/gst_rates_approved%20_by_gst_council%20_11.06.2017.pdf

জিএসটি কাউন্সিলের পুনর্বিবেচনার ফলে এবার সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রও। কারণ, কাউন্সিলের সিদ্ধান্তে এক্ষেত্রে বার্ষিক টার্নওভারের পরিমান ৫০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা চাইলে 'কম্পোজিশান স্কিমে'র সুবিধা নিতে পারেন। ফলে, 'ট্রেডার', 'ম্যানুফ্যাকচারার' এবং 'রেস্তোরাঁ মালিক' যাদের বার্ষিক টার্নওভার ৭৫ লক্ষের নীচে তাঁরা 'কম্পোজিশান স্কিমে'র আওতায় এসে যথাক্রমে ১, ২ এবং ৫ শতাংশ হারে কর দিতে পারবেন।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ১লা জুলাই থেকে দেশে জিএসটি চালুর বিষয়ে যথেষ্টই আশাবাদী দেখা গেছে। তিনি জানিয়েছেন, জিএসটি কাউন্সিল ইতিমধ্যেই অধিকাংশ জটিল বিষয় সমাধান করে ফেলেছে। উল্লেখ্য, আগামী ১৮ই জুন কাউন্সিলের পরবর্তী বৈঠক এবং সেখানেই নির্ধারিত হবে লটারি এবং ই-ওয়ে বিলের উপর করের হার।

.