কংগ্রেস-সিপিআইএম কাছাকাছি!

সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে এবং গণতান্ত্রিক অধিকাররক্ষায় গণআন্দোলনের ডাক সিপিআইএমের। কংগ্রেসের সঙ্গে গণআন্দোলনে সায়। তবে, রাজনৈতিক জোটে সায় নেই। আজ সিপিআইএমের খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। সেখানেই এই কথা বলা হয়েছে।

Updated By: Feb 4, 2015, 03:48 PM IST
কংগ্রেস-সিপিআইএম কাছাকাছি!

ওয়েব ডেস্ক: সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে এবং গণতান্ত্রিক অধিকাররক্ষায় গণআন্দোলনের ডাক সিপিআইএমের। কংগ্রেসের সঙ্গে গণআন্দোলনে সায়। তবে, রাজনৈতিক জোটে সায় নেই। আজ সিপিআইএমের খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। সেখানেই এই কথা বলা হয়েছে।

গণতান্ত্রিক অধিকাররক্ষায় ডেমোক্র্যাটিক ফ্রন্টকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। সব বাম দলকে আরও শক্তিশালী করার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে আটকাতে গণআন্দোলনের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবনায়। সাম্প্রদায়িক শক্তির বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে একজোটে রাস্তায় নেমে আন্দোলনে সায় দেওয়া হয়েছে এই প্রস্তাবনায়।

এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে লড়াই করবে বামফ্রন্ট। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বাকি আসনে বামেরা আম আদমি পার্টিকে সমর্থন করবে।

.