চিকিত্সকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বছর কুড়ির তরুণীর, করোনা ওয়ার্ডে ঢুকেই পুলিসের রহস্যভেদ!
কেন একই আইসোলেশন ওয়ার্ডে মহিলা এবং পুরুষকে রেখে নিয়মের বাইরে গেল হাসপাতাল? সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালের বাইরে ঘন্টার পর ঘন্টা শ্বাসকষ্ট নিয়ে পড়ে থাকলেও করোনা ভয়ে স্পর্শ করে না কেউ। এমন মর্মান্তিক ঘটনার পাশাপাশি কোভিড হাসপাতালে যৌন হেনস্থার অভিযোগ উঠছে খোদ চিকিৎসকের বিরুদ্ধেই। নয়ডার একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন এক করোনা আক্রান্ত চিকিৎসক ও একজন বছর কুড়ির তরুণী। সেখানেই ওই চিকিৎসক তরুণীর যৌন হেনস্থা করেছেন, এমনই অভিযোগ জমা পড়েছে স্থানীয় থানায়। এখনও পুলিসি তদন্ত চলছে।
আরও পড়ুন: রাজ্য়পালের দেওয়া 'পয়েন্টস' নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে গেহলট
তবে তদন্তে নেমেই হাসপাতালের ভুল চোখে পড়েছে পুলিসের। কেন একই আইসোলেশন ওয়ার্ডে মহিলা এবং পুরুষকে রেখে নিয়মের বাইরে গেল হাসপাতাল? সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিস। গত সপ্তাহেই তরুণী এবং অভিযুক্ত চিকিৎসকের করোনা পরীক্ষার পজিটিভ ফল আসে। নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিস কমিশনার রণবিজয় সিং জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
কোভিড যুদ্ধে ত্রাতার ভূমিকায় সামনের সারি থেকে লড়ছেন চিকিৎসকরা। করোনা চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বহু চিকিৎসক। প্রাণ হারিয়ে কোভিড যুদ্ধে শহিদও হচ্ছেন অনেকে। সেখানে এই ঘটনা ব্যতিক্রম হলেও নিন্দনীয়।