ওয়েব ডেস্ক: ''রাম রহিম বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠিকই, কিন্তু কোটি কোটি মানুষও নাকি তার সঙ্গে রয়েছে, তাই বিষয়টি উল্টো দিক থেকেও ভাবা উচিত্।'' এক ধর্ষকের সম্পর্কে এই মন্তব্যের পর এবার ধর্ষণ ইস্যুতেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।
দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার পিছনে প্রেমিক-প্রেমিকাদেরই অনেকটা দায় করেছেন তিনি। তাঁর দাবি, আজকাল প্রকাশ্যে প্রেমিক প্রেমিকারা যেভাবে মেলামেশা করে, তা রীতিমতো অস্বস্তিকর। গাড়ি কিংবা বাইক বা পার্কে বসে তাঁরা অশালীন আচরণ করেন। অন্য সময়ে সবাই তাদের এড়িয়ে চললেও, ধর্ষণের ঘটনা ঘটলেই সবাই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। প্রেমিক-প্রেমিকাদের এই আচরণের জন্যই দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে বলে দাবি তাঁর। সক্ষী মহারাজের কথায়, ' প্রকাশ্যে প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ হলেই, তাঁদের জেলে পুরে দেওয়া উচিত্।''
রাম রহিম সম্পর্কে মন্তব্যের জন্য এমনিতেই অস্বস্তির মুখে পড়তে হয়েছিল বিজেপি। তার রেশ কাটতে না কাটতেই সাক্ষী মহারাজের আরও এক মন্তব্য।
'প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ হওয়াতেই বাড়ছে ধর্ষণ', মন্তব্য সাক্ষী মহারাজের