গত দু'সপ্তাহের তুলনায় সুস্থতার হার দ্বিগুণ, ২৪ ঘণ্টায় করোনাকে হার মানালেন ৬৩০ জন

এদিন আগরওয়াল জানালেন, "এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে চিকিৎসায় সুস্থতার হার ২৫.১৯ শতাংশ। ১৪ দিন আগে এই সংখ্যাটা ছিল ১৩.৬ শতাংশ।"

Updated By: Apr 30, 2020, 07:28 PM IST
গত দু'সপ্তাহের তুলনায় সুস্থতার হার দ্বিগুণ, ২৪ ঘণ্টায় করোনাকে হার মানালেন ৬৩০ জন

নিজস্ব প্রতিবেদন : অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস মুক্ত হয়েছেন দেশের 630 জন ব্যক্তি। ফলে ভারতে করোভাইরাস চিকিৎসায় সুস্থতার হার বৃদ্ধি পেয়ে হল ২৫.১৯ শতাংশ। দুই সপ্তাহ আগের করোনা-মুক্তির হারের তুলনায় যা প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। 

এদিন আগরওয়াল জানালেন, "এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে চিকিৎসায় সুস্থতার হার ২৫.১৯ শতাংশ। ১৪ দিন আগে এই সংখ্যাটা ছিল ১৩.৬ শতাংশ।" 

এর সঙ্গে তিনি জানান করোনাভাইরাসে প্রাণ হারানো ব্যক্তিদের বেশির ভাগ ক্ষেত্রেই অন্যান্য রোগের‌ও প্রকোপ ছিল। প্রায় ৭৮ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে করোনায় মৃত ব্যক্তির সেই সঙ্গে অন্য কোনও রোগ‌ও ছিল আগে থেকে। 

তবে একরাশ উদ্বেগের মাঝেও ইতিবাচক দিকটি তুলে ধরলেন তিনি। আগারওয়াল বললেন, "সুস্থতার হার ধীরে ধীরে বাড়ছে।" এই হাত ধরে রাখার জন্য টেস্টিং এবং চিকিৎসা পদ্ধতিতে কড়া নিয়ম মেনে চলার কথা বলেন তিনি। তিনি বলেন, "আমাদের কেবল RT-PCR টেস্ট করতে হবে।" প্রসঙ্গত, এর আগে চটজলদি টেস্ট কিটে টেস্টিং এর ফলে বিভিন্ন ক্ষেত্রেই ভুল রেজাল্ট মিলছিল একাধিক রাজ্যে। 

একই সঙ্গে তিনি জানান গত ২৪ ঘন্টায় দেশে মোট ১,৭১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০ জন। এর মধ্যে ২৩,৬৫১টি অ্যাক্টিভ কেস অর্থাৎ চিকিৎসা চলছে। বাকি ৮,৩২৪ জন সুস্থ হয়ে গিয়েছেন অথবা অন্য দেশের হলে তাকে সেখানে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইতিবাচক ফল পেতেই ৬ কোটি করোনা প্রতিষেধক তৈরি শুরু করল ভারতের ভ্যাকসিন সংস্থা

.