দিল্লির করোনা মোকাবিলায় আসরে অমিত শাহ, ৭ বড় পদক্ষেপ নিল কেন্দ্র
কেন্দ্রের ৫ আধিকারিক দিল্লির করোনা মোকাবিলায় সহায়তা করবেন
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রবিবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল-সহ বেশ কয়েকজন আমালার সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। সেই বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন কেজরি।
আরও পড়ুন-আরও খারাপে পৌঁছবে দিল্লি, আশঙ্কায় হাসপাতাল ছেড়ে আগাম ২০ হাজার বেডের ব্যবস্থা হোটেলে
Testing for #COVID19 to be doubled in the next couple of days in Delhi and in 6 days, tripled: Union Home Minister Amit Shah https://t.co/wtSq7X5N8N
— ANI (@ANI) June 14, 2020
দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ৩৮,০০০ মানুষ। রাজ্যে সরকারের দাবি, জুলাইয়ের শেষদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হবে সাড়ে পাঁচ লাখ। এসব কথা মাথায় রেখে দিল্লির করোনা মোকাবিলায় ৭ দাওয়াই দিয়েছেন অমিত শাহ।
কী সেইসব পদক্ষেপ
# দিল্লি সরকারকে দেওয়া হবে রেলের ৫০০ কোচ। এইসব কোচে ৮০০০ বেডের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সেখানে করোনা চিকিত্সার সব ব্যবস্থাই রাখা হবে।
# আগামী ২ দিনে করোনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ ও পরবর্তি ৬ দিনে তা তিনগুণ করা হবে।
# দিল্লির কনটেনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
# ১০টি রেল কোচ ইতিমধ্যেই দিল্লির শাকুরবস্তিতে রাখা হয়েছে।
# অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, পালস অক্সিমিটারের মতো সরঞ্জাম দেবে কেন্দ্র সরকার।
# কেন্দ্রের ৫ আধিকারিক দিল্লির করোনা মোকাবিলায় সহায়তা করবেন।
# দিল্লির করোনা মোকাবিলায় সাহায্য করবে স্কাউট, এনসিসি, এনএসএস ও এনজিওরা।