অতিমারি আবহে নতুন দিশা, কেরলের কোচি বন্দরে পৌঁছল প্রমোদতরী MV Empress
অতিমারির প্রাদুর্ভাবের পর কোচির আধুনিক বন্দরে পৌঁছনো প্রথম প্রমোদতরী এই 'কোর্ডেলিয়া ক্রুজ'।
নিজস্ব প্রতিবেদন: কেরলের কোচি বন্দরগাঁওয়ে নবনির্মিত ক্রুজ টার্মিনালে পৌঁছল'এমভি এমপ্রেস' (MV Empress)। অতিমারি আবহে কেরলে পর্যটন ব্য়বসায় নতুন করে অক্সিজেন পেল। বিলাসবহুল প্রমোদতরীতে রয়েছেন ১২০০ যাত্রী। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানায় কেরলের পর্যটন দফতর।
অতিমারির প্রাদুর্ভাবের পর কোচির আধুনিক বন্দরে পৌঁছনো প্রথম প্রমোদতরী এই 'কোর্ডেলিয়া ক্রুজ'। মুম্বই থেকে পর্যটকদের নিয়ে পৌঁছয় সেটি। বন্দরে যাত্রীদের স্বাগত জানান মার্শাল ভেলাকালি নৃত্যশিল্পী ও ঐতিহ্যবাহী পরিধান পরিহিত মহিলারা।কেরলের পর্যটনমন্ত্রী পিএ মহম্মদ রিয়াজ (P A Mohamed Riyas) বলেন,''প্রমোদতরী চলাচল শুরু হওয়ায় কেরলের পর্যটন শিল্প পুরোদমে চালু হওয়ার আভাস দিল। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে। কেরল সুরক্ষিত ও নিরাপদ জায়গা। পর্যটকদের জন্য জৈব সুরক্ষা বলয় পরিষেবাও রয়েছে।''
Luxury cruise liner 'Cordelia' reaches #Kochi and marks the revival of COVID-hit tourism in #Kerala #COVID19
Know more: https://t.co/5vLUafwM19 pic.twitter.com/A8LXGxUvq6
— Zee News English (@ZeeNewsEnglish) September 23, 2021
প্রমোদতরী সংস্থা (Cordelia Cruises) জানিয়েছে, কেরল সরকারের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা কোর্ডেলিয়া ক্রুজ পেয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞ। ভারতের ভ্রমণ ক্ষেত্রে নতুন ভোর আসবে বলে আশাবাদী। ভারতীয় উপমহাদেশে ভ্রমণে অন্য ধরনের অভিজ্ঞতা হবে বলে আমরা মনে করি। আন্তর্জাতিক মানের সঙ্গে স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটবে।''
আরও পড়ুন- Indian Beaches: পরিবেশবান্ধব সৈকতের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ইডেন ও কোভালামের