নাম পাশ, কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার পথে রাহুল
আগামী ১৬ ডিসেম্বর দলের সভাপতি পদে নির্বাচন। ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্রে খবর, গুজরাট ভোটের পরেই রাহুল গান্ধী দলের দায়িত্ব নিচ্ছেন।
Delhi: Congress Working Committee (CWC) meeting underway at 10, Janpath pic.twitter.com/pBjydJoqij
— ANI (@ANI) November 20, 2017
প্রত্যাশামতো সোমবার ১০ জনপথে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি পদে রাহুলের নাম প্রস্তাব করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাশাপাশি কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি রেজলিউশন পাশ করে। ওই রেজলিউশনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দলের সভাপতি পদে নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর।
উল্লেখ্য, রবিবারই রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা ছিল সোমবার দলের সভাপতি পদে রাহুলের নাম প্রস্তাব করা হবে। সেই প্রস্তাব পাশ হলে তা পাঠানো হবে দলের নির্বাচন কমিটির কাছে। সোমবার কংগ্রেস কার্য সমিতির বৈঠকে সেটাই হয়েছে। কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে ১ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। সূত্রে খবর, দলের সভাপতি পদে অন্য কেউই আবেদন করছেন না। ফলে ৫ তারিখ মনোনয়ন পত্র খুঁটিয়ে দেখার দিনই একমাত্র প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে।