ক্ষমতায় ফিরবে কংগ্রেস, জনমত সমীক্ষা উড়িয়ে দিয়ে দাবি কংগ্রেস সভানেত্রীর

ক্ষমতায় ফিরবে কংগ্রেস। জনমত সমীক্ষার সব হিসেব উড়িয়ে দিয়ে দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের ভাল ফল নিয়ে সমান আত্মবিশ্বাসী রাহুল গান্ধীও। ইশতাহার প্রকাশ অনুষ্ঠানে সরাসরি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। রাহুল,সোনিয়া বোঝাতে চেয়েছেন মোদী যে ভাবধারায় বিশ্বাস করেন তা বিপজ্জনক। সাম্প্রতিক একাধিক জনমত সমীক্ষা কংগ্রেসের খারাপ ফলের ইঙ্গিত দিয়েছে। বেশিরভাগ সমীক্ষায় কংগ্রেসের আসনসংখ্যা ঘোরাফেরা করেছে একশ-র আশেপাশে। এইসব জনমত সমীক্ষাকে আমল দিতে নারাজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার দলের ইশতাহার প্রকাশের দিনে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী কংগ্রেস সভানেত্রী।

Updated By: Mar 26, 2014, 10:16 PM IST

ক্ষমতায় ফিরবে কংগ্রেস। জনমত সমীক্ষার সব হিসেব উড়িয়ে দিয়ে দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের ভাল ফল নিয়ে সমান আত্মবিশ্বাসী রাহুল গান্ধীও। ইশতাহার প্রকাশ অনুষ্ঠানে সরাসরি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। রাহুল,সোনিয়া বোঝাতে চেয়েছেন মোদী যে ভাবধারায় বিশ্বাস করেন তা বিপজ্জনক। সাম্প্রতিক একাধিক জনমত সমীক্ষা কংগ্রেসের খারাপ ফলের ইঙ্গিত দিয়েছে। বেশিরভাগ সমীক্ষায় কংগ্রেসের আসনসংখ্যা ঘোরাফেরা করেছে একশ-র আশেপাশে। এইসব জনমত সমীক্ষাকে আমল দিতে নারাজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার দলের ইশতাহার প্রকাশের দিনে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী কংগ্রেস সভানেত্রী।

বারাণসী কেন্দ্রে মোদীর বিরুদ্ধে কী প্রার্থী দেবে কংগ্রেস?

নরেন্দ্র মোদী সম্পর্কে প্রধানমন্ত্রীর মতকেই সমর্থন করেছেন দলের সহ সভাপতি।

এনডিএ-র জমানার তুলনায় উন্নয়নের পাল্লা কংগ্রেসেরই ভারী বলে দাবি করেন রাহুল গান্ধী। একশ দিনের কাজ, মহিলাদের ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে গত দশ বছরে কংগ্রেসের সাফল্য তুলে ধরেন। রাহুল বলেন, ঠাণ্ডা ঘরে বসে নয়, দেশের সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে তবেই ইশতাহার তৈরি করেছে কংগ্রেস।

বিরোধীদের সঙ্গে কংগ্রেসের এখানেই তফাত বলে দাবি রাহুল গান্ধীর। তিনি বলেন, কংগ্রেসই পারে দেশের সব মানুষকে নিয়ে উন্নয়নের পথে চলতে।

.