পদত্যাগী গামিলন, নয়া মুখ্যমন্ত্রী নির্বাচন অরুণাচলে

দলেরই এক মন্ত্রীকে অপহরণের অভিযোগে ইস্তফা দিতে বাধ্য হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জারবম গামলিন। কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনে শনিবার পদত্যাগ করেন তিনি।

Updated By: Oct 30, 2011, 10:59 AM IST

দলেরই এক মন্ত্রীকে অপহরণের অভিযোগে ইস্তফা দিতে বাধ্য হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জারবম গামলিন। কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনে শনিবার পদত্যাগ করেন তিনি।গামলিনের সঙ্গেই দলে তাঁর কট্টর বিরোধী হিসেবে পরিচিত প্রদেশ কংগ্রেস সভাপতি ইস্তফাপত্র নবাম টুকিরও ইস্তফাপত্র জমা নিয়েছে এআইসিসি প্রতিনিধিদল। সম্ভবত আজই তাঁদের উত্তরসূরি নির্বাচন করা হবে। কংগ্রেস সূত্রে খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নবাম টুকির পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ মুকুট মিথি এবং লোকসভা সাংসদ টাকম সঞ্জয়ের নাম রয়েছে।
তাওয়াংয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় দোরজি খাণ্ডুর মৃত্যুর পর চলতি বছরের ৫ মে মুখ্যমন্ত্রী হন পেশায় আইনজীবী গামলিন। কিন্তু ২৬ সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রী চউনা মেইকের অপহরণের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন কংগ্রেস পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। মেইকের অভিযোগ, গামলিনের পাঠানো বাহুবলীরা তাঁকে বিহারের বিধায়ক আবাস চত্বর থেকে অপহরণ করে একটি গাড়িতে তোলে। গাড়িটি সোজা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঢোকে। সেখানে রাজনৈতিক কিছু বিষয় নিয়ে `জোর করে` সম্মতি আদায়ের পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। গামলিন পুরো ঘটনার দায় অস্বীকার করলেও চউনা মেইকে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নবাম টুকির অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে ইস্তফার নির্দেশ দেন সোনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল।

.