মূল্যবৃদ্ধিতে অনড় থেকেও আলোচনার পথ খোলা রাখার বার্তা দিলেন অর্থমন্ত্রী

ইউপিএ-টু সরকারে তৃণমূল কংগ্রস সবেমাত্র অতীত হওয়ার পর নিজেদের অবস্থান ঠিক করে ফেলল কংগ্রেস। তৃণমূল সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর কংগ্রেসের কোর কমিটির বৈঠকে নেওয়া হল বেশ কিছু সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রসের শীর্ষস্থানীয় নেতাদের এই বৈঠকের পর একটা বিষয় পরিষ্কার মমতার চাপের কাছে মাথা নোয়াচ্ছে না কংগ্রেস।

Updated By: Sep 19, 2012, 08:47 AM IST

মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে কেন্দ্র যে অবিচল থাকবে সেটা আরও একবার জানিয়ে দিলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তবে ইউপিএ-২-এর দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূলের সঙ্গে আলোচনার রাস্তা যে খোলা আছে তাও স্পষ্ট করেন তিনি। কংগ্রেসের কোর কমিটির বৈঠকের শেষে সাংবাদিকদের তিনি জানান চারদিন আগে প্রধানমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রীও চারদিন আগে তৃণমূলনেত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনও যুক্তিই মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন তৃণমূলের মন্ত্রীরা রাজধানীতে এলে আলোচনায় কিছু অগ্রগতি হতে পারে।
এফডিআই ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে বলে জানান কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদীও। তিনি জানিয়েছেন তৃণমূল নেত্রীকে সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তৃণমূল নেতা ও রেলমন্ত্রী মুকুল রায়ের কাছে বার্তা পাঠানো হয় কথা বলার বিষয়ে। তারপরেও তৃণমূলের তরফে কোনও সাড়া মেলেনি বলে জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে অতিরিক্ত ৩টি গ্যাসের উপর ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এই নির্দেশ জারি করেছেন। রাজ্য সরকারকেই বাড়তি তিনটি রান্নার গ্যাসের উপর ভর্তুকি দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আদপে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভর্তুকি বহনের বার্তা দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে এফডিআই সহ অন্যান্য ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থাকারই ইঙ্গিত মিলেছে কোর কমিটির বৈঠক শেষে। তবে কেন্দ্রের তিন মন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দাযিত্ব দেওয়া হয়েছে। তবে সেই তিন মন্ত্রী ঠিক কারা তা জানা যায় নি। এদিনের কোর কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, আহমেদ পটেল, অম্বিকা সোনি, এ কে অ্যান্টনি সহ অন্যান্য নেতৃত্বরা।

.