রাহুলের কাছে আরএসএসের আমন্ত্রণপত্র আসেনি, দাবি কংগ্রেসের

দিল্লিতে ৩ দিনের আলোচনাচক্রের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

Updated By: Aug 28, 2018, 02:00 PM IST
রাহুলের কাছে আরএসএসের আমন্ত্রণপত্র আসেনি, দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন: দিল্লির অনুষ্ঠানে যোগদানের জন্য রাহুল গান্ধীকে কি আমন্ত্রণ জানিয়েছে আরএসএস? কংগ্রেসের দাবি, পরের মাসে দিল্লিতে আরএসএসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির কথায়, ''কোনও জল্পনার উত্তর আমি দেব না। এটা একেবারেই কাল্পনিক''। 

দিল্লিতে ৩ দিনের আলোচনাচক্রের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ওই অনুষ্ঠানে থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ওই অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। অভিষেক মনু সিঙ্ঘভি বলেন,''আমন্ত্রণ পাওয়ার পরই এনিয়ে উপযুক্ত প্রতিক্রিয়া দেবে কংগ্রেস। এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র হাতে আসেনি''।

দিন কয়েক লন্ডনে আরএসএস-কে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ''মুসলিম ব্রাদারহুডের মতোই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি দখল করছে আরএসএস। ওদের সংগঠনে মহিলাদের কোনও ঠাঁই নেই''। আরএসএস সূত্রে খবর, সংগঠনের উদারতা দেখাতে রাহুল গান্ধীকে আলোচনাচক্রে আমন্ত্রণ জানাবে তারা। এমনকি সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ করা হবে বলে খবর।  

সেপ্টেম্বরের আলোচনাচক্র প্রসঙ্গে আরএসএস প্রচার প্রমুখ অরুণ কুমার বলেন, ''দিল্লিতে 'ভবিষ্যত্ ভারত- আরএসএসের প্রেক্ষাপট' শীর্ষক তিনদিনের আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ''। 

চলতি বছরের ৭ জুন নাগপুরে আরএসএস-এর তৃতীয় বর্ষের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। ওই আমন্ত্রণ গ্রহণ করায় কংগ্রেসের মধ্যেই সমালোচনার মুখে পড়েছিলেন প্রণববাবু। নাগপুরে সঙ্ঘের অনুষ্ঠানম মঞ্চে বিবিধতার মধ্যে ঐক্যের বার্তাই দিয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। 

বিরোধী শিবিরের লোকজনকে আমন্ত্রণ জানিয়ে কী বার্তা দিতে চাইছে আরএসএস? রাজনৈতিক মহলের মতে, বিরুদ্ধ মতের উপরে কষাঘাত করার যে অভিযোগ সংগঠনের বিরুদ্ধে ওঠে, তা খণ্ডন করতে চাইছে আরএসএস। তারা বোঝাতেই চাইছে,বিরোধী মতকে গুরুত্ব দেয় সঙ্ঘ। নিজেদের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে, তা স্পষ্ট করেছে তারা। 

আরও পড়ুন- শত্রুর উপরে নজর 'চৌকিদার' মোদীর, বন্ধুর পাশে রাহুল গান্ধী       

  

 

.