Karnataka Assembly: 'ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করতে হয়', কংগ্রেস নেতার বেনজির মন্তব্যে বিতর্ক

দেশের রাজনৈতিক নেতার এহেন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশে। এমনকী ভাইরালও হয়েছে সেই ভিডিও ক্লিপ। 

Updated By: Dec 17, 2021, 07:55 AM IST
Karnataka Assembly: 'ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করতে হয়', কংগ্রেস নেতার বেনজির মন্তব্যে বিতর্ক
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ''ধর্ষণ আটকাতে না পারলে তা উপভোগ করুন'', দেশের রাজনৈতিক নেতার এমন মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নারী স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস বিধায়কের এমন উদাসীন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। 

কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন বিধানসভার (Assembly) প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার(Veteran Congress leader KR Ramesh Kumar)। সেখানেই তিনি  কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণকে সমান করে তোলেন। তাঁর বক্তব্য, "যখন ধর্ষণ(Rape) অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ করো। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়।"

আরও পড়ুন, Yogi Adityanath: সমাজতন্ত্র নয়, ভারতকে রামরাজ্য করতে হবে, বার্তা যোগীর

বিধানসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলেন বিধায়কেরা। কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি দাবি বিধায়কদের বলেন, সবাইকে সময় দিতে গেলে কী ভাবে বিধানসভা চলবে। তিনি মজা করে বলেন, ''আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।''

তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন রমেশ কুমার।

এরপরেই আপত্তিকর তুলনা করেন কর্ণাটকের বিধায়ক এবং কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায়। প্রসঙ্গত, কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার বেশি। কর্ণাটক রাজ্য পুলিসের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মাইসুরুর চামুন্ডি পাহাড়ে ধর্ষণের রিপোর্ট দায়েক করা হয়েছিল। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছিল রাজ্য। তথ্য বলছে, ২০১৯ এর জানুয়ারি থেকে মে ২০২১ পর্যন্ত রাজ্য জুড়ে ১১৬৮ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.