ক্রমশ জটিল কর্ণাটক রাজনীতি, রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস বিধায়করা
শুক্রবার একসঙ্গে ইস্তফা দিয়েছেন কর্ণাটকের ৯ মন্ত্রী। এই পরিস্থিতিতে ক্রমশ ঘনীভূত রাজনৈতিক সঙ্কট নিয়ে রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজের সঙ্গে দেখা করলেন কংগ্রেস বিধায়করা। বিজেপির দলীয় কোন্দল ঘিরে রাজ্যে পরিস্থিতি ক্রমই ঘোরালো হয়ে উঠছে বলেই মনে করেন তাঁরা।
শুক্রবার একসঙ্গে ইস্তফা দিয়েছেন কর্ণাটকের ৯ মন্ত্রী। এই পরিস্থিতিতে ক্রমশ ঘনীভূত রাজনৈতিক সঙ্কট নিয়ে রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজের সঙ্গে দেখা করলেন কংগ্রেস বিধায়করা। বিজেপির দলীয় কোন্দল ঘিরে রাজ্যে পরিস্থিতি ক্রমই ঘোরালো হয়ে উঠছে বলেই মনে করেন তাঁরা। এবিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই গতকাল রাজ্যপালের কাছে গিয়েছিলেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেতারা।
অন্যদিকে দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতি থেকে মুক্তির উপায় খুঁজছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়ার অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এবার এই দাবি বিজেপির সংসদীয় দলের আলোচনায় উঠতে চলেছে। খনি কেলেঙ্কারিতে নাম জড়ানোয় গতবছর কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় বি এস ইয়েদুরাপ্পাকে। তারপর থেকেই বিদ্রোহ শুরু করেন লিঙ্গায়েত সম্প্রদায়ের এই নেতা। তাঁর ঘনিষ্ঠ জগদীশ শেট্টারকে মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব হয়েছেন ইয়েদুরাপ্পা। শুক্রবার সন্ধেয় সদানন্দ গৌড়ার অপসারণের দাবিতে একসঙ্গে ইস্তফা দিয়েছেন কর্নাটক সরকারের ৯ মন্ত্রী।