বাজেট অধিবেশনের আগে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে, আজ বৈঠকে বসছে কংগ্রেস

সংসদে আসন্ন বাজেট অধিবেশনের আগে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে, আজ সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেস। একাধিক ইস্যুতে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা। যুযুধান শাসক-বিরোধী দুপক্ষই। অধিবেশন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই লক্ষ্যে আজ রাজ্যসভার শীর্ষ নেতাদের নিয়ে সর্বদল বৈঠকে বসছেন চেয়ারম্যান হামিদ আনসারি। বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আজ বৈঠকে বসবে কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। উনত্রিশে ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। তার আগে আগামী সোমবার আলাদাভাবে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। বাজেট অধিবেশনে শান্তিরক্ষার আবেদন দুই বৈঠকেরই এজেন্ডা।

Updated By: Feb 20, 2016, 01:11 PM IST
বাজেট অধিবেশনের আগে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে, আজ বৈঠকে বসছে কংগ্রেস

ওয়েব ডেস্ক: সংসদে আসন্ন বাজেট অধিবেশনের আগে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে, আজ সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেস। একাধিক ইস্যুতে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা। যুযুধান শাসক-বিরোধী দুপক্ষই। অধিবেশন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই লক্ষ্যে আজ রাজ্যসভার শীর্ষ নেতাদের নিয়ে সর্বদল বৈঠকে বসছেন চেয়ারম্যান হামিদ আনসারি। বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আজ বৈঠকে বসবে কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। উনত্রিশে ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। তার আগে আগামী সোমবার আলাদাভাবে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। বাজেট অধিবেশনে শান্তিরক্ষার আবেদন দুই বৈঠকেরই এজেন্ডা।

.